কিরগিস্তানে শুরু হতে যাওয়া ত্রিদেশী ফুটবল টুর্নামেন্ট খেলতে দেশটিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দুপুর ১.১০ মিনিটে কেন্ট সিটিতে গিয়ে পৌঁছায় তারা।

আগামীকাল থেকে দেশটিতে অনুশীলন শুরু করবে জেমি ডে’র শিষ্যরা। শক্তিশালী প্যালেস্টাইন ও কিরগিস্তানের বিপক্ষে ম্যাচগুলোকে সাফে প্রস্তুতি হিসেবেই নিচ্ছে বাংলাদেশ দল। ম্যাচগুলো থেকে ভালো-মন্দ নিয়ে নিজেদের প্রস্তুত করতেই বাফুফে এই ফুটবল সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে এবং অংশগ্রহন নিশ্চিত করে।

কিরগিস্তানে পৌঁছে সকলেই সুস্থ আছেন। জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী ভিডিও বার্তায় বলেন, ‘আমরা কিরগিস্তান এসে পৌঁছেছি আজ দুপুরে। এখানে আবহাওয়া ভালো। আমরা ভ্রমনের কারণে কিছুটা ক্লান্ত তবে ইনসাল্লাহ আগামীকাল হতে আমরা অনুশীলন শুরু করবো।’

কিরগিজস্তান সফরের জাতীয় ফুটবল দল

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা।

ডিফেন্ডার : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন,  রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সোহেল রানা, সাদ উদ্দিন, নায়েব মো. তাহমিদ ইসলাম।

ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।

Previous articleলা লিগা’তে বাংলাদেশী বংশোদ্ভূত জিদান!
Next article১ সেপ্টেম্বর থেকে নারী ফুটবল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here