কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিনে রয়েছে বাংলাদেশ দল। দল কোয়ারেন্টিনে থাকলেও কোচদের নির্দেশনা অনুযায়ী কক্ষরুমে প্রস্তুতি নিচ্ছে জামালরা।

আজ শনিবার ফিটনেস কোচ আইভাব রাজলোকের নির্দেশনায় ফুটবলাররা জিমনেসিয়ামে ফিটনেস ঘাটতি পূরণ করতে জিম করেছে। ফুটবলররা তিন ভাগে এই প্রক্রিয়ায় সম্পন্ন করেছে। শনিবার দলের সকল ফুটবলারদের করোনা পরিক্ষা করা হয়েছে। নেগেটিভ ফল আসলেই মাঠে ফিরবে দল।

অন্যদিকে জেমি ডে করোনায় আক্রান্ত থাকায় দলের দায়িত্বে রয়েছেন সহকারী কোচ স্ট্রুয়ার্ট পল ওয়াটকিস। তিনি জানান ‘খেলোয়াড়রা প্রথমবার জিমে সময় কাটিয়েছে। কোভিড টেস্ট করেছে সবাই আজকে। রেজাল্ট নেগেটিভ আসলেই রোববার থেকে মাঠে অনুশীলন করতে পারব। সবাই সুস্থ আছে।’

ডিফেন্ডারের তপু বর্মন বলেন, ‘কোয়েরেন্টিনে বসে থাকলে চলবে না। কোচের নির্দেশনা অনুযায়ী নিজেরা অনুশীলন করেছি। জিম করেছি তিন গ্রুপে বিভক্ত হয়ে। ঘরে বসে থাকার ‍কোনো সুযোগ নেই।’

আগামী ৪ ডিসেম্বর দোহার আল খলিফা স্টেডিয়ামে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

Previous articleনার্গিস ও আঁখির নৈপুণ্যে কিংসের সহজ জয়
Next articleজয় পেল নাসরিন একাডেমি ও কাঁচারিপাড়া একাদশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here