বাংলাদেশের মহিলা ফুটবলে সবচেয়ে বড় নাম সাবিনা খাতুন। নাম বড় কারণ তার কাজটাও যে অনেক বড়। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। আর দেশের ফুটবলের গোল মেশিন সাবিনা খাতুন। আজ ঘরোয়া ফুটবলে নিজের ক্যারিয়ারে ২৫০ গোলে রেকর্ড স্পর্শ করেছেন এই ফুটবলার, যা বাংলাদেশের পুরুষ ও মহিলা দুই বিভাগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এম কে গ্যালাক্টিকোর বিরুদ্ধে সাবিনার আজকে হ্যাট্রিকে গোল সংখ্যা গিয়ে দাড়িয়েছে ২৫২ তে।

টিম বিজেএমসি’র হয়ে সাবিনার গোল সংখ্যা ৭৪ টি। এছাড়া সাতক্ষীরা জেলা দলের হয়ে ৭০, আনসারের হয়ে ৬, শেখ জামালের হয়ে ২৫, ঢাকা মোহামেডানের হয়ে ২৮ ও বসুন্ধরা কিংসের হয়ে ২১ গোল করেছেন তিনি। মাতিয়ে এসেছেন দেশের বাইরের ঘরোয়া লীগও। মালদ্বীপের ডিফেন্স ফোর্সের হয়ে ২২ গোল ও ভারতের সেথু এফসি’র হয়ে ৬ গোল করেছেন এই গোল মেশিন।

এতো বড় মাইলফলক স্পর্শ করার পর অনুভূতি কি জানতে চাইলে সাবিনা অফসাইডকে জানান, ‘অবশ্যই আনন্দিত এই মাইলফলক স্পর্শ করতে পেরে, আর আনন্দ আরো বেশি হচ্ছে এটা শুনে যে, পুরুষ-মহিলা ফুটবল মিলে এই মাইলফলক স্পর্শ করা দেশে একমাত্র খেলোয়াড় আমি।’

এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সাবিনা। স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞেস করা হয় ক্যারিয়ার শেষে গোল সংখ্যাটি কততে দেখতে চান। সংখ্যা না বলে সাবিনা উত্তর দিলেন ভিন্নভাবেই, ‘দেখুন ভবিষ্যৎতে কি হয় সেটা আল্লাহ ভালো জানেন, তবে ক্যারিয়ারকে অনেক উঁচু অবস্থানে পৌঁছানোর মাধ্যমে ইতি টানতে চাই।’

Previous articleসিদ্ধান্ত পাল্টে কাতার যাচ্ছেন জীবন
Next articleদুই হ্যাট্রিকে কিংসের বড় জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here