বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এমন সবার পরিচিত মুখ হচ্ছেন বর্তমান সহসভাপতি তাবিথ আউয়াল। দীর্ঘদিন যাবত তিনি বাফুফের এই গুরুত্বপূর্ণ পদে আছেন। এছাড়াও তিনি ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
বাফুফে নির্বাচন ২০২০-এ তিনি আগের মতো সহসভাপতি পদে হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। ২০১২ সালের নির্বাচনে সহসভাপতি পদে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের বিরোধী প্যানেলে নির্বাচন করে পাশ করেন যান তিনি। এরপর গত নির্বাচনে কোন প্যানেলে না গিয়ে স্বতন্ত্র নির্বাচন করে আবারো নির্বাচিত হন।
এবারও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাবিথ আওয়াল মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমকে জানান, ‘আমার পুরো আত্মবিশ্বাস আছে নির্বাচনে জেতার।’ জিতলে তিনি তার কার্যক্রম আরো প্রসারিত করে দেশের ফুটবলে অবদান রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছে।
Previous articleমনোনয়ন পত্র দাখিল করেছেন সকল প্রার্থী
Next articleকোন মনোনয়ন নিয়ে আপত্তি উঠেনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here