নারী ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও নবাগত আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি। অনেকের মতে এই ম্যাচটিই শিরোপা নির্ধারনী লড়াই। খেলাটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭.১৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

পয়েন্ট টেবিলে দুইদলই সমান পয়েন্টে রয়েছে। ৩ ম্যাচে ৩ টি জয় উভয়ের। তবে গোল ব্যবধানে এগিয়ে কিংসরা। লিগ শুরুর পূর্বে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ নারী দল লিগে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাদের নাম প্রত্যাহার করা হয়। তখনই আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি অনুর্ধ্ব ১৭ দলের সবকয়টি খেলোয়াড়কে নিজেদের দলে ভেড়ায়। অনেকদিন ধরে এই দলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুশীলন করছে। বাফুফে ভবনেই তাদের আবাসন। তাই বোঝাপড়ার দিক দিয়ে অনেকটা এগিয়ে তারা।

অন্যদিকে অভিজ্ঞ নারী জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বসুন্ধরা কিংস। অন্য সব দলকে মুড়িমুড়কির মতো উড়িয়ে দিয়ে গতবার তারা লিগ চ্যাম্পিয়ন হয়। তবে বয়সে ছোট হলেও বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানাবে আতাউর রহমান এসসি’র মেয়েরা এটাই সকলের ধারণা।

বিপক্ষ দলকে শক্তিশালীই মনে করছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। অফসাইডকে তিনি জানান,

‘আজকের ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তারা শক্তিশালী দল। তবে আমরা জয়ের জন্যই খেলবো।’

আতাউর রহমান এসসি’র আনুচিং মোগিনি প্রস্তুত বসুন্ধরা কিংসকে চ্যালেঞ্জ জানাতে,

‘বসুন্ধরা কিংস শক্তিশালী দল। কিন্তু তাদের হারাতে আমরা প্রাণপণ চেষ্টা করবো।’

দিনের অন্য ম্যাচে রাত ৯.১৫ মিনিটে লড়বে এফসি ব্রাহ্মণবাড়িয়ে ও কুমিল্লা ইউনাইটেড।

Previous articleদুই দিন আগেই কাতার যাচ্ছে বাংলাদেশ দল!
Next articleদুই গোলে পিছিয়ে পড়েও প্রস্তুতি ম্যাচে ড্র করলো বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here