শুরু হয়ে গিয়েছে নতুম ফুটবল মৌসুম। প্রস্তুত দলগুলোও। তবে শুরুতেই বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে। ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই যে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। তার আগে গতকাল ক্লাব প্রাঙ্গনে নিজস্ব জিম ও ফিজিও রুম উদ্বোধন করেন ক্লাব কর্তারা। এছাড়া নতুন মৌসুমের জার্সি উন্মোচন ও প্রয়াত বাদল রায়ের নামে ফাউন্ডেশন করার ঘোষণা দেন তারা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল, মোহামেডান ক্লাবের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স, সাবেক ফুটবলার কায়সার হামিদ, রুম্মান ওয়ালী বিন সাব্বির সহ অনেকেই। বাদল রায় ফাউন্ডেশন করার ঘোষণা দিয়ে তার সন্তান গঙ্গোত্রি রায় বলেন, ‘বাবা আমাদের ছেড়ে চলে গেছেন একমাস হলো। প্রতিদিনই কেউ না কেউ বলেন, বাদল দা আমাদের ছায়া হিসেবে ছিলেন। আমরা সেই সব মানুষের পাশে থাকার জন্য বাদল ফাউন্ডেশন করবো। যে ফাউন্ডেশনের মাধ্যমে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানো যায়।’

নতুন মৌসুমের দলকে নেতৃত্ব দিবেন জাপানিজ মিডফিল্ডার উরু নাগাতা। তাকে অধিনায়কের আর্মব্যান্ড পড়িয়ে দেন ক্লাব কর্তারা।

Previous articleজয়েও তৃপ্ত নন অস্কার!
Next articleসাইফ এসসি’র বড় জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here