কিরগিজস্তানে ত্রিদেশীয় কাপ ২০২১ এ নিজেদের প্রথম ম্যাচে প্যালেস্টাইনের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ফুটবলে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকা প্যালেস্টাইনের সাথে এই ফলাফলে পুরোপুরি অসন্তুষ্ট নন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। কঠিন ম্যাচ হলেও খেলোয়াড়রা চেষ্টা করেছে বলে মনে করেন তিনি।

জেমি ডে বলেন, ‘আমরা জানতাম এটা একটা কঠিন ম্যাচ হবে। প্যালেস্টাইন এবং আমাদের রাঙ্কিং ব্যবধান অনেক বেশি, সেহেতু এটাই হওয়ার কথা ছিল। কঠিন ম্যাচ হওয়া সত্বেও প্লেয়ারে অনেক ভালো খেলেছে।’

বাংলাদেশ দলের গতকালের খেলায় আলাদাভাবে নজর কেড়েছেন উইঙ্গার রাকিব হোসেন। তার প্রশংসা করে জেমি বলেন, ‘এদের মধ্যে রাকিব খুব ভালো খেলেছে। সে আমাদের টিমের একজন নির্ভরযোগ্য এবং খুব ভালো খেলোয়াড়।’

তবে প্রথম ম্যাচ শেষ এবং দ্বিতীয় ম্যাচ খুব কম সময়ের ব্যবধানেই শুরু হবে। তাই পূর্বে কথা বাদ দিয়ে নতুন ম্যাচের জন্যই প্রস্তুতি নিবে বাংলাদেশ দল। যেহেতু কম সময় এবং এই সময়ে সব খেলোয়াড় রিকোভার করতে পারবে না, তাই স্বাগতিক কিরগিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে পরবর্তনের আভাস দিয়েছে কোচ।

জেমি ডে বলেন, ‘এটা অনেক কষ্টসাধ্য। খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সে ক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়াড় হয়তো বদলি করতে হবে। পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আশা করি আমরা ভালো করতে পারব।’

Previous articleফিলিস্তিনের কাছে পরাজয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের
Next articleনেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবিনা’রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here