১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশীপ। পূর্বের সভায় টুর্নামেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলেও ভুটানের অংশগ্রহনের বিষয়টি ঝুলে ছিলো। তিনদিন সময়ের মধ্যে অংশগ্রহন নিশ্চিত করার কথা থাকলেও তারা খেলবে না বলেই জানিয়েছে। ফলে তাদের বাদ দিয়ে পাঁচ দল নিয়েই অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশীপ।

ভুটান খেললে ৬ টি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলার কথা ছিলো। কিন্তু তারা অংশগ্রহন না করায় পাঁচ দল লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। সব ম্যাচ শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ভারত মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ ও শ্রীলংকা।

ভুটানের অংশগ্রহন না করার কারণ তাদের ফ্লাইট জটিলতা ও কোয়ারেন্টিন সমস্যা। এই বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অফসাইড কে বলেন, ‘ভুটান শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে যে, তারা অংশ নিতে পারবে না। ফ্লাইট জটিলতা ছাড়াও তাদের কোয়ারেন্টিন সমস্যা রয়েছে।’

Previous articleফিফা র‌্যাংকিংয়ে চার ধাপ অবনতি বাংলাদেশ দলের
Next articleকিরগিস্তানে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here