বাংলাদেশ প্রিমিয়ার লীগে আজকের দিনের শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নেয় পল পুটের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে প্রথমে অবশ্য এগিয়ে যায় শেখ রাসেল কেসি। খেলার ২০ বক্সের বাইরে থেকে দূর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ আব্দুল্লাহর জোরালো শট সাইফ গোলরক্ষক সাইফুল ইসলামের হাতের ছোঁয়া লাগলেও জালে জড়িয়ে যায়।

খেলার ২২ মিনিটে সমতায় ফিরতে পারতো সাইফ। কিন্তু জন ওকোলির শট প্রতিহত করেন আশরাফুল রানা। এতে এগিয়ে থেকেি বিরতিতে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বিরতির পর ম্যাচে সমতা আনে সাইফ। ম্যাচে ৫৭ মিনিটে ইয়াছিন আরাফাতের হেড বারে লেগে ফিরে আসলেও ফিরতি বলে রিয়াদুল হাসান রাফি ডাইভিং হেড করে বল তিন কাঠির নিচে পৌঁছে দেন। সমতায় থাকা ম্যাচটি আক্রমন-প্রতি আক্রমনে এগিয়ে চলে। তবে ম্যাচের ৭৪ মিনিটে এগিয়ে যায় সাইফ। ইয়াছিন আরাফাতের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেন নি আশরাফুল রানা। তার হাতের ছোঁয়া লেগে বল চলে আসে গোলমুখে ছুটতে থাকা সিরোজউদ্দিন রাখমাতুল্লায়েভের সামনে। সেখান থেকে সহজেই লক্ষ্যভেদ করেন এই উজবেক মিডফিল্ডার। এতে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নেয় সাইফ এসসি।

এই ম্যাচ শেষে শেখ রাসেল ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে সাইফ এসসি।

Previous article১৭ ফেব্রুয়ারী বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ নিয়ে সিদ্ধান্ত!
Next articleতিন গোলে এগিয়ে থেকেও ড্র করলো চট্টগ্রাম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here