আগামী ২ রা সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে ‘সাফ অ-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপ। আসন্ন টুর্ণামেন্টকে সামনে গতকাল ৩০ শে আগষ্ট বাংলাদেশ ছেড়ে ভুটানে পৌঁছায় বাংলাদেশ অ-১৬ ফুটবল দল। বর্তমানে তারা ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান করছে।

আসন্ন টুর্ণামেন্ট এবং ম্যাচ সামনে আজই অনুশীলনে নেমেছে বাংলাদেশ। দিনের দুইটি ভাগে দুইবার করে তারা অনুশীলন সেরে নিয়েছে। দিনের প্রথম ভাগে ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দুপুর ১২ টা থেকে ১:৩০ টায় পর্যন্ত প্রথম ট্রেনিং করেছে বাংলাদেশ দল। দ্বিতীয়বার তারা একই ভেন্যু দুপুর ২ টা থেকে বিকাল ৩:৩০ টা পর্যন্ত ট্রেনিং করেছে।

ট্রেনিং চলাকালীন সময়ে দলের টিম ম্যানেজার বলেন ট্রেনিং এবং দলের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত করেন৷ তিনি বলেন, ‘আজকে আমরা আমাদের প্রথম অফিশিয়াল ট্রেনিং ম্যাচ ভেন্যু চাংলিমিথাম স্টেডিয়ামে সম্পন্ন করেছি। দলের সবাই সুস্থ আছে। আমাদের ম্যাচ একদিন পিছিয়েছে। কারণ ফ্লাইট বিলম্বের কারণে মালদ্বীপ এবং পাকিস্তান একদিন পরে এসেছে। আমি মনে করি এতে করে ভালো হয়েছে, আমরা ট্রেনিং করার সুযোগ পেয়েছি।’

আগামী ২ তারিখ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশ দল তাদের মিশন শুরু করবে। ট্রেনিং সেশন শেষে ক্যামেরার এই ম্যাচের জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সেন্টার ব্যাক আশিকুর রহমান বলেন, ‘আমরা গতকাল ভুটান এসে পৌঁছেছি। মালদ্বীপ ও পাকিস্তানের বিলম্বের কারণে আমরা একদিন সময় বেশী পেয়েছি। আমরা আজকে ট্রেনিং শেষ করেছি এবং ভুটানের পরিবেশের সাথে আমরা মানিয়ে নিয়েছি। আগামী ২ তারিখ ভারতের সাথে আমাদের প্রথম ম্যাচ। সেই ম্যাচের জন্যে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’

Previous articleনতুন একাডেমি খুলছে বাফুফে; ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসান!
Next articleআর্জেন্টিনা থেকে ফিরেই পুরোদমে অনুশীলনে জামাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here