লাল সবুজের জার্সিতে আজ আবারো মাঠে নামছে সাবিনা-সানজিদারা। এবার তাদের প্রতিপক্ষ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। বড় প্রতিপক্ষ, বড় ম্যাচ; তবে নিজেদের মাঠে খেলা, তাই চাওয়া পাওয়াটাও থাকবে বেশী। নারীদের ফিফা র‌্যাংকিংয়ে অবশ্য খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। মাত্র ১২ ধাপ পিছিয়ে থাকলেও ঘরের মাঠে চেনা পরিবেশে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

ঘরের মাঠে নিজস্ব দর্শকদের সামনে দলীয় সামর্থ্যের ওপর আস্থা রেখে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর। সবশেষ এশিয়ান গেমসে দুই শক্তিশালী প্রতিপক্ষ জাপান ও ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারলেও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছুরই প্রত্যাশায় স্বাগতিক সমর্থকরা।

কোচদের চোখে –

ম্যাচের আগে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘

আমাদের দলটি অনেক দিন ধরেই অনুশীলন করছে। দলের অনেক দিক নিয়ে কাজ হয়েছে। আমরা কাল ভালো ম্যাচ উপহার দিতে চাই। আশা করছি মেয়েরা ভালো পারফরম্যান্স করতে পারবে।’

সিঙ্গাপুরের কোচ করিম বেনসেরিফা বলেছেন,

‘র‌্যাঙ্কিংয়ে ব্যবধান থাকলেও সেটা বড় বিষয় নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো খেলছে। তাদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

অধিনায়কদের চোখে –

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন,

‘বর্তমান দল অবশ্যই অনেক ভারসম্যপূর্ণ। আমরা গোল করলে দর্শকরাই যেন সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি, দেশের মাটিতে খেলা, অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের।’

সিঙ্গাপুর অধিনায়ক কাসুমাওয়াতি রোসমান বলেছেন,

‘আমাদের এই দলটা অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া। এটা নতুনদের পরীক্ষার মঞ্চও বটে। তাদের নিয়ে আমরা আশাবাদী।’

ফিফা র‌্যাংকিং –

বাংলাদেশ – ১৪২
সিঙ্গাপুর – ১৩০

সাম্প্রতিক ফলাফল (বাংলাদেশ)

বাংলাদেশ ১-১ নেপাল
বাংলাদেশ ১-৬ ভিয়েতনাম
বাংলাদেশ ০-৮ জাপান
বাংলাদেশ (০) ০-০ (১) নেপাল
বাংলাদেশ ১-১ নেপাল

সাম্প্রতিক ফলাফল (সিঙ্গাপুর)

সিঙ্গাপুর ০-১০ উত্তর কোরিয়া
সিঙ্গাপুর ৭-০ উত্তর কোরিয়া
সিঙ্গাপুর ১-০ পাকিস্তান
সিঙ্গাপুর ২-১ লাওস
সিঙ্গাপুর ০-১ কম্বোডিয়া

মুখোমুখি লড়াই

বাংলাদেশ জয়ী – ০
সিঙ্গাপুর জয়ী – ১
ড্র – ০

Previous article‘ঘরের মাঠে অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে’
Next articleড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here