আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ২০২১-২২ মৌসুম। আজ ৩০ জানুয়ারি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন মৌসুমের লগো উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।লগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি কাজী সালাউদ্দিন।

এছাড়া আরো উউপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফোয়ান সোবহান, টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এবং প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়করা।

এবারের মৌসুমে ঘরোয়া ফুটবলে দুইটি সমস্যা যেনো মাথাচাড়া দিয়ে উঠেছে। একটি হলো টার্ফে খেলে খেলোয়াড়দের ইঞ্জুরি এবং অন্যটি হলো রেফারির পক্ষপাত সিদ্ধান্ত। রেফারি সমস্যা সমাধানে এবারের আসরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশি রেফারির মাধ্যমে ম্যাচ পরিচালনার কার্যক্রম চলছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হারলেই রেফারি খারাপ,কিন্তু যারা জিতে তারা তো এই অভিযোগ করে না। এই বিষয়টা আমি আমার জীবণে খেলোয়াড় ও কোচ হিসেবেও দেখছি এবং বর্তমানে সভাপতি হিসেবে দেখতেছি। তাই আমি জানাচ্ছি যে,আমরা এই বিষয়ে কাজ করতেছি।’

বর্তমানে করোনার প্রকোপ আবারো বৃদ্ধি পাচ্ছে। করোনার এই সংক্রমণের উর্ধ্বগতির জন্যে ভেন্যুর সংখ্যা সাত থেকে কমিয়ে চারে আনা হয়েছে। কোভিড টেস্টের নেগেটিভ রেজাল্ট ছাড়া কোনো ফুটবলার টুর্ণামেন্টের অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ। তিনি বলেন, ‘কোভিড টেস্টের ব্যাপারে আমাদের মেডিকেল প্রটোকল রয়েছে,তা নিশ্চিত করেই আমরা লীগ শুরু করবো। প্রত্যেকটা খেলোয়াড়ের কোভিড টেস্ট সম্পাদন করে, নেগেটিভ রেজাল্ট পাওয়ার সাপেক্ষেই তারা লীগের খেলায় অংশগ্রহণ করবে।’

Previous articleСкачать Aviator
Next articleBetwinner Промокод На Февраль 2023 Бонус 130%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here