বেশ ঘটনাবহুল একটা রাউন্ড কাটলো ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২-২৩’ এ। গতকালই লিগের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড হারের স্বাদ পেয়েছে। আজ (শনিবার) আরো দুই ম্যাচ দিয়ে শেষ হলো এই রাউন্ড। ১৬তম রাউন্ডের শেষ দিনের দুই ম্যাচই অবশ্য শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। ফলে এই দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট করে পেয়েছে ফর্টিস এফসি-রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-এএফসি উত্তরা।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নবাগত ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ। ম্যাচের ২য় মিনিটেই মালির ফরোয়ার্ড উলিসে দিয়ালোর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ফর্টিসকে সমতায় ফেরান গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জুফ। অপরদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আরেক নবাগত ক্লাব এএফসি উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচের ১৬তম মিনিটে কলম্বিয়ান উইঙ্গার রিচার্ড মুতুরানা হুর্টাদোর গোলে লিড নেয় এএফসি উত্তরা। বিরতির পর নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল উজুচুকুর গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা।

Previous articleবাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা!
Next articleবাফুফের কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here