বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২-২৩ এর ১৬তম রাউন্ডকে অঘটনের রাউন্ড বললে মোটেও ভুল হবে না। কেননা এই রাউন্ডের প্রথম দিনে হারের মুখ দেখেছে লিগ লিডার বসুন্ধরা কিংস এবং দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী লিমিটেড। চলতি বিপিএলে এটি প্রথম হার বসুন্ধরা কিংসের। গত মঙ্গলবার মোহামেডানের কাছে হেরে ফেডারেশন কাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার ধাক্কাটাই যেন সামলে উঠতে পারলো না অস্কার ব্রুজনের শিষ্যরা। অপরদিকে গেল সপ্তাহে মুক্তিযোদ্ধার কাছে হারের পর এবার ঢাকা আবাহনী হেরে গেল তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর কাছে।

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এফসির কাছে ২-১ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড অ্যাডওয়ার্ড মরিলো দুই অর্ধে দুই গোল করে বসুন্ধরা কিংসকে এবারের লিগের প্রথম হারের স্বাদ দিয়েছেন। দ্বিতীয়ার্ধে অবশ্য রাকিব এক গোল শোধ করে খেলায় সমতা এনেছিলেন। কিন্তু সেটা হার এড়াতে যথেষ্ট ছিল না। অপরদিকে মুন্সীগঞ্জে ঢাকা আবাহনীকে ধসিয়ে দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফিয়াগু ডেভিড উজুকু। এই ফরোয়ার্ডের জোড়া গোল এবং ইকবালের এক গোলে ধানমন্ডির জায়ান্টদের ৩-২ গোলে হারায় চট্টলার ক্লাবটি। ঢাকা আবাহনীর হয়ে জোড়া গোল করেও সিরিয়ান ডিফেন্ডার ইউসুফ মোহাম্মদ দলের হার এড়াতে পারেননি। এছাড়া দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Previous articleনিজেকে নির্দোষ দাবি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ঘোষণা সোহাগের
Next articleবাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here