সাফ চ্যাম্পিয়নশিপ কে সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাম্প্রতিক কোচ পরিবর্তন ইস্যুসহ দেশের ফুটবলে নানান অস্থিরতা কাটিয়ে এখন মাঠের ফুটবলেই মনোযোগ দিতে চান ফুটবলাররা।

দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন গোলকিপার আনিসুর রহমান জিকো এবং গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন। এর আগেও জাতীয় দলের সাথে কাজ করার সুবাদে বর্তমান দলের তিনজন গোলকিপারকেই কাছ থেকে চেনেন নুরুজ্জামান নয়ন। আর আনিসুর রহমান জিকোর সাথে তো বসুন্ধরা কিংসে সবসময়ই কাজ করে এসেছেন। তাই গোলকিপারদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে ভালই জানা আছে তার, ‘আমার চেষ্টা থাকবে তাদের দুর্বলতাকে কিভাবে শক্তিমত্তায় রূপান্তর করা যায়। এতো অল্প সময়ে তো খুব বড় পরিবর্তন করতে পারব না। তারপরও যতটা সম্ভব তাদের পারফরমেন্সের উন্নতি ঘটাতে চাই।’

নুরুজ্জামান নয়নের সাথে সুর মিলিয়ে জিকোও বললেন এত অল্প সময়ে খুব বেশি পরিবর্তন সম্ভব নয়। তারপরও নিজেদের পারফরমেন্সের উন্নতি করতে দৃঢ়প্রতিজ্ঞ জিকো সহ দলের বাকি গোলকিপাররা। অস্কার এবং জেমির খেলার ধরণ নিয়ে জিকো বলেন, ‘জেমি কিছুটা ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে পছন্দ করে অপরদিকে অস্কারের পছন্দ আক্রমণাত্মক ফুটবল। আমরা বসুন্ধরা কিংসে যেভাবে বল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলি অস্কার এখানেও সেভাবেই খেলানোর চেষ্টা করছে।’

অর্থাৎ জিকোর কথার সূত্র ধরে বোঝা যায় চিরায়ত ডিফেন্সিভ এবং কাউন্টার এট্যাক নির্ভর ফুটবল থেকে বের হয়ে পাসিং ফুটবলের দিকে এগোচ্ছে বাংলাদেশ। আর সেই চেষ্টাটাই করে যাচ্ছেন কোচ অস্কার ব্রুজন।

Previous articleহংকংয়ের সাথে প্রীতি ম্যাচ খেলবে নারী দল
Next articleএশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ যুব দল ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here