নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ২ ম্যাচে ১০ গোল হজম করে ইতোমধ্যেই মূলপর্বে খেলার সকল পথ বন্ধ হয়ে গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। তবে উজবেকিস্তানে হঠাৎ করেই হংকংয়ের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। উজবেকিস্তানের জার একাডেমী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচ। ফিফা ওমেন্স রেংকিংয়ে ৭৬ নম্বর অবস্থানে রয়েছে হংকং।

মূলত উজবেকিস্তানেই নারী এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘এফ’ এর ম্যাচ খেলছে হংকং। আজ তাদের শেষ ম্যাচ ফিলিপাইনের বিপক্ষে। এরপর বাংলাদেশ নারী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরবে হংকং এর মেয়েরা।

বাংলাদেশ নারী ফুটবল দল এমনিতেই আন্তর্জাতিক ম্যাচ খেলার খুব একটা সুযোগ পায় না। নেপালের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ “আড়াই বছরের” বিরতি কাটিয়ে ফিরেছিল আন্তর্জাতিক ফুটবলে। সেদিক দিয়ে চিন্তা করলে হংকংয়ের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াও এক প্রকার দারুন ব্যাপার মেয়েদের কাছে।

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের সাথে গোলশূন্য ড্র করেছে নেপাল। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে হংকংয়ের বিপক্ষে ভালো কিছু করার চিন্তা করতেই পারে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

Previous articleগঠনতন্ত্র পরিবর্তনে বাফুফের তিন সদস্যের কমিটি গঠন
Next articleবড় পরিবর্তন না এলেও খেলা ধরন পাল্টাবে বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here