সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে রেঙ্কিংয়ের বিচারে সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে দশ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র করে প্রশংসায় ভাসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

তবে ২ ম্যাচের ভালো পারফরমেন্সের কারণে স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না। যেহেতু লিগ পদ্ধতিতে খেলা তাই প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে সে কথাগুলোই মনে করিয়ে দিলেন বাংলাদেশের ফরোয়ার্ড মতিন মিয়া। স্বাগতিকদের আলী আশফাক, আলী ফাসিরের মতো ফরোয়ার্ড রয়েছে। সেই তুলনায় স্বাগতিকদের রক্ষণ একটু দুর্বল। বাংলাদেশ দলের ফরোয়ার্ড মতিন মিয়া সেই দুর্বলতাকে কাজে লাগাতে চান, ‘নেপালের বিরুদ্ধে তাদের খেলা দেখেছি। আক্রমণে তাদের সক্ষমতা থাকলেও রক্ষণে কিছুটা দুর্বলতা রয়েছে। আমরা সেই দুর্বলতা কাজে লাগাতে চাই।’

ভারতের বিপক্ষে ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে সাফল্য পাওয়ায় মালদ্বীপের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।তিনি বলেন, ‘অস্কার ব্রুজন যেভাবে পাসিং ফুটবল খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ দলও আস্তে আস্তে তার সাথে মানিয়ে নিতে পারছে। বাংলাদেশের খেলোয়াড়দেরও পাসিং ফুটবল খেলার সক্ষমতা আছে।’

এছাড়াও বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন ভারতের বিপক্ষে দশ জনের দল নিয়েও ড্র করতে পারায় দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্স এর পাশাপশি দর্শকদের সাপোর্টকেও কৃতিত্ব দেন। এবং এই পারফরম্যান্স স্বাগতিক মালদ্বীপের বিপক্ষেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Previous articleবিশ্বনাথের পাশাপাশি রেফারিকেও দুষলেন ভারতীয় কোচ!
Next articleটিকিটের জন্য প্রবাসীদের হাহাকার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here