বসুন্ধরা কিংসের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ইমরুল হাসান একই সাথে পেশাদার লিগ কমিটি এবং মহানগরী লিগ কমিটিরও চেয়ারম্যানের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি বসুন্ধরা গ্রুপে গুরুত্বপূর্ণ দায়িত্বে চাকরি করেন। বর্তমানে সবকয়টি দায়িত্ব একসাথে চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে তার পক্ষে। ফলে মহানগরী লিগ কমিটি থেকে ইমরুল হাসানের পদত্যাগ করতে বাফুফেতে চিঠি দিয়েছেন এই কর্তা।

গত বাফুফে নির্বাচনে সর্বোচ্চ ভোটে সহসভাপতি নির্বাচিত হওয়ার পর ঢাকা মহানগরী লিগ কমিটির দায়িত্ব পান ইমরুল হাসান। তবে এই মৌসুম শুরুর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দেশের সর্বোচ্চ লিগ পরিচালনার দায়িত্ব তাঁর কাধে তুলে দেন। কিছুদিন কাজ চালিয়ে গেলেও একসাথে সব খেলা চালানো সম্ভব হয়ে উঠবে না তা বুঝতে দেরী হয়নি ইমরুল হাসানের। তাই মহানগরী লিগ কমিটি থেকে পদত্যাগ করতে বাফুফের সাধারন সম্পাদকের কাছে চিঠি দিয়েছেন তিনি।

তবে বিষয়টি এখন বোর্ড সভার অনুমোদন পাওয়ার অপেক্ষায়। আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত দিবে ফেডারেশন।

Previous articleবাটলারের সেট পিস মন্ত্রে উজ্জ্বল এলিট একাডেমি
Next articleখোঁজ মিলেছে গোলরক্ষক মহসিনের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here