• প্রতিযোগীতা ও সময়

ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২

বাংলাদেশ বনাম আফগানিস্তান

৩ জুন, ২০২১ | রাত ৮.০০ টা | জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা।

  • ম্যাচ পূর্ব ভাবনা

নিজেদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় চায় বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের সামনে বড় একটা ম্যাচ রয়েছে। এটার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা জানি, আফগানিস্তান ম্যাচ খুবই কঠিন হবে, তারা খুব ভালো দল এবং তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলে। ফলে তারা টেকনিক্যালি ভালো।’

অন্যদিকে জয় ছাড়া কিছুই ভাবছে না আফগানিস্তানের কোচ আনৌশ দস্তগীর। ইউরোপে খেলা নিজের খেলোয়াড়দের প্রতি আস্থা রয়েছে এই কোচের, ‘ভালো খেলার জন্য আমাদের দলে ইউরোপীয় খেলোয়াড় আছে এবং আগামীকালের খেলায় বিজয়ী হতে হবে, এজন্য আমাদের কোন অজুহাত থাকবে না।’

ম্যাচটি কঠিন হবে মানছে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইঁয়াও। কিন্তু তিন পয়েন্ট পেতে সকলের দোয়া প্রার্থনা করেছেন তিনি, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা অনেক ফিজিক্যাল। আমাদের চেয়ে লম্বা। কিন্তু আমরাও ট্যাকনিক্যালি শক্তিশালী। এগিয়ে আছি কিছুটা।’

অন্যদিকে নির্ভয় আফগাম অধিনায়ক ফারশাদ নূর বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা কালকের (আজকের) ম্যাচে বিজয়ী হবো, আমরা কোন দলকে ভয় পাই না।’

  • দলের খবর

বাংলাদেশের ইনজুরি ও কোভিড সমস্যা বাদ পড়া ফুটবলাদের কথা না বললে তেমন কোন খারাপ খবর নেই কাতার যাওয়া বাংলাদেশ দলে। তবে কোভিড মুক্ত হয়ে পরবর্তীতে দলে যোগ দেয়া মোহাম্মদ ইব্রাহিম এখনও শারীরিকভাবে কিছুটা দূর্বল থাকায় তাকে প্রথম ম্যাচের জন্য বিবেচনায় নিচ্ছেন না কোচ জেমি ডে। অন্যদিকে আফগানিস্তানেরও কোন ইনজুরি সমস্যা নেই।

  • পরিসংখ্যান

পরিসংখ্যান আফগানিস্তানের পক্ষে। বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ। যার বিপরীতে আফগানদের জয় দুটি। ড্র হয়েছে মোট ৪ টি খেলা। বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে প্রায় চার দশকেরও বেশি সময় আগে। ১৯৭৯ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানকে ৪-১ গোলে বিধ্বস্ত করাটা একমাত্র সুখস্মৃতি বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে ১৪৯তম স্থানে থাকা আফগানিস্তান থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। ১৮৪তম স্থানে অবস্থান লাল-সবুজের প্রতিনিধিদের।

  • সম্ভাব্য ফরমেশন ও একাদশ

বাংলাদেশ দলে সবচেয়ে আলোচিত নাম হতে পারে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। জল্পনা-কল্পনার শেষে লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় তারিক।

সম্ভাব্য ফরমেশম : ৪-২-৩-১

সম্ভাব্য একাদশ : জিকো (জিকে),তপু,তারিক,রহমত,রাকিব,জামাল,সোহেল,মতিন,বিপলু,জনি, ইয়াসিন

আফগানিস্তান তাদের পূর্ন শক্তির দল নিয়েই মাঠে নামবে। দলের অধিনায়ক ফারশাদ নূরের উপরই নজর থাকবে আফগান সমর্থকদের।

সম্ভাব্য ফরমেশম : ৪-৩-৩

সম্ভাব্য একাদশ : ওভায়েস (জিকে), নূর, আদম, ডেভিড, ফয়সাল, ফারশাদ, জহিদ, ওমরান, নাজারি, শরীফ, নূরুল্লাহ।

Previous article‘আফগানিস্তান যে যুদ্ধের দেশ নয় তা বিশ্বকে দেখাতে এসেছি আমরা’
Next articleকেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here