এএফসি কাপে নিজেদের স্বপ্ন পূরণ থেকে ১ পয়েন্টের দূরত্বে দাঁড়িয়ে বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়নদের সামনে এশিয়ার মঞ্চে নকআউট পর্বে খেলার সুযোগ। আর সে সুযোগ অর্জনে এবারের এএফসি কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। এই ম্যাচে নূন্যতম ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার জোনাল সেমি ফাইনালে পৌঁছে যাবে অস্কার ব্রুজন শিষ্যরা।

নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ১১ ডিসেম্বর ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে স্বাগতিক ওড়িশা এফসির আতিথ্য নেবে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে বসুন্ধরা কিংসকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ওড়িশা এফসি।

কোচদের চোখে –

বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন বলেন-

‘এটা দুই দলের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। দুই দলই আক্রমণাত্নক খেলে থাকে। কোনও দলই সময় নষ্ট করতে চাইবে না। দুই দল একে অন্যের সম্পর্কে জানে। তাই আমরা চেষ্টা করবো ম্যাচটা জিততে। আমাদের ড্রয়ের জন্য না খেলে তিন পয়েন্টের জন্য মাঠে নামতে হবে। জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে।’

ওড়িশা কোচ সার্জিও লোবেরা বলেন –

‘আমরা আগামীকালে ম্যাচ নিয়ে চাপ অনুভব করছি না। আমরা খেলাটা উপভোগ করতে চাই এবং তিন পয়েন্ট পেতে চাই।’

অধিনায়কদের চোখে –

বসুন্ধরা কিংস অধিনায়ক রবসন রবিনহো বলেন-

‘এই প্রথমবার আমরা সবদিক দিয়ে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে। বাছাই পর্ব পেরোতে হবে। সব খেলোয়াড় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কাজটা কঠিন। তবে তা করতে হবে দেশ, ক্লাব ও সমর্থকদের জন্য।’

ওড়িশা অধিনায়ক অমরিন্দর সিং বলেন-

‘অবশ্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি আমাদের সমর্থকরা কাল মাঠে আসবে। এটি আমাদের জন্য একটি বড় শক্তি।’

সাম্প্রতিক ফলাফল (বসুন্ধরা কিংস)

  • বসুন্ধরা কিংস ২-১ বাংলাদেশ সেনাবাহিনী
  • বসুন্ধরা কিংস ০-০ চট্টগ্রাম আবাহনী
  • বসুন্ধরা কিংস ২-১ মাজিয়া
  • বসুন্ধরা কিংস ২-১ মোহনবাগান সুপার জায়ান্ট
  • বসুন্ধরা কিংস ১-০ বাংলাদেশ নৌবাহিনী

সাম্প্রতিক ফলাফল (ওড়িশা এফসি)

  • মোহনবাগান সুপার জায়ান্ট ২-২ ওড়িশা এফসি
  • জামশেদপুর এফসি ০-১ ওড়িশা এফসি
  • মোহনবাগান সুপার জায়ান্ট ২-৫ ওড়িশা এফসি
  • মাজিয়া ২-৩ ওড়িশা এফসি
  • ওড়িশা এফসি ১-০ নর্থইস্ট ইউনাইটেড

মুখোমুখি লড়াই –

  • বসুন্ধরা কিংস জয়ী – ১
  • ওড়িশা এফসি জয়ী – ০
  • ড্র – ০
Previous articleজয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে!
Next articleকেমন হতে পারে কিংসের একাদশ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here