• প্রতিযোগীতা ও সময়

ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২

বাংলাদেশ বনাম ভারত

৭ জুন, ২০২১ | রাত ৮.০০ টা | জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা।

  • ম্যাচ পূর্ব

ভাবনা ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইঁয়া। জয়ের জন্যই তার দল খেলবে তা আগেই বলে রাখলেন তিনি, ‘আমাদের দলের আত্মবিশ্বাসে কমতি নেই। আফগানিস্তানের বিপক্ষে জেতার মতো অবস্থা ছিল। সেই ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করেই ভারতের বিপক্ষে লড়াই করবো। আমরা কালকের ম্যাচের জন্য তৈরি আছি। দেশের জন্য খেলবো, জেতার জন্য খেলবো।’

অন্যদিকে শক্তিমত্তায় এগিয় থাকা ভারত থেকে পয়েন্ট নিতে হলে অবশ্যই সেরাটা খেলতে হবে তা জানেন বাংলাদেশের কোচ জেমি ডে। তিনি বলেন, ‘আমরা আগামীকালের ম্যাচের জন্য অপেক্ষায় আছি। আগের ম্যাচে আফগানদের বিপক্ষে ড্রয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। তবে এটাও জানি, ভারতের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। ওরা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে ৮০ ধাপ এগিয়ে আছে। তাদের বিপক্ষে পয়েন্ট পেতে হলে সেরাটা খেলতে হবে।’

বাংলাদেশকে এবার সমীহ করছে ভারতের কোচ ইগর স্টিমাচ। তিনি বলেন, ‘বাংলাদেশ লড়াকু মনোভাবের দল। মানসম্মত খেলার মাধ্যমে তা প্রমাণ করেছে। আবার আমি যদি ফুটবল বিশ্বের কথা বলি, তাহলে তারা একটি বিরক্তিকর দল হিসেবে খেলছে। যারা প্রতিপক্ষকে সমস্যায় ফেলে। অধিক রক্ষণাত্মক ও কিছু ব্লক তৈরী করে প্রতিপক্ষকে বিরক্ত করে। ঠিক যেমন কাতারের বিপক্ষে আমরা খেলেছি।’

  • দলের খবর

গত ম্যাচের পর সোহেল রানার ইনজুরিতে মধ্যমাঠে এক ভরসার নাম হারিয়েছে বাংলাদেশ। হাতে চিড় ধরা পড়ায় তাকে দলে পাওয়া যাবে না তা নিশ্চিত। অন্যদিকে কোভিড আক্রান্ত হওয়ায় ভারতও পাবে না তাদের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে।

  • পরিসংখ্যান

পরিসংখ্যান ভারতের পক্ষে। বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। যার বিপরীতে ভারতের জয় চৌদ্দ ম্যাচে। ড্র হয়েছে মোট নয়টি খেলা। সর্বশেষ তিন দেখায় অবশ্য ড্র’তেই খেলা শেষ হয়েছে। ফিফা র‌্যাংঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। ভারত ১০৫ নম্বরে, আর লাল-সবুজের দল রয়েছে ১৮৪-তে।

  • সম্ভাব্য ফরমেশন ও একাদশ

গত ম্যাচে সোহেল রানার ইনজুরিতে একাদশে পরিবর্তন নিশ্চিত। বদলি নেমে ভালো খেলা মানিক মোল্লাই আসতে পারেন তার জায়গায়।

সম্ভাব্য ফরমেশম : ৪-২-৩-১

সম্ভাব্য একাদশ : জিকো (জিকে), তপু, তারিক, রহমত, রাকিব, জামাল, মোল্লা, মতিন, বিপলু, জনি, রাফি।

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে দেখা যেতে পারে ভারতীয় দলকে।

সম্ভাব্য ফরমেশম : ৪-৩-৩ সম্ভাব্য

একাদশ : গুরপ্রিত (জিকে), রাহুল, প্রিতম, সন্দেশ, সুভাশিষ, আশিক, সুরেশ, গ্লেন, বিপিন, সুনীল, মানভির।

Previous articleবাংলাদেশকে লড়াকু মনোভাবের দল বললেন ভারতীয় কোচ!
Next articleএক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here