অবশেষে পর্দা নামলো ৪০ জেলা নিয়ে আয়োজিত নারী ফুটবলার তৈরির অন্যতম পাইপলাইন হিসেবে পরিচিত জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট। আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লালমনিরহাট জেলা। লালমনিরহাটের হয়ে ম্যাচের ২১তম মিনিটে একমাত্র গোলটি করেছেন লিভা আক্তার।

মাদারীপুর, কুষ্টিয়া, দিনাজপুর, রাজশাহী, শেরপুর, কক্সবাজার, সাতক্ষীরা এই সাত জেলায় প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হওয়ার পর জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হয় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে।


একনজরে এবারের জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্টঃ

চ্যাম্পিয়নঃ লালমনিরহাট জেলা দল
রানার্স আপঃ রাজশাহী জেলা দল
সেরা উদীয়মান ফুটবলারঃ রিয়া
সর্বোচ্চ গোলদাতাঃ লিভা আক্তার
ফেয়ার প্লেঃ মাগুরা জেলা দল
সেরা ভেন্যুঃ কক্সবাজার স্টেডিয়াম

Previous articleছোটনই কেনো নারীদের সব দলের দায়িত্বে?
Next articleচায়ের রাজ্যে উত্তাপ ছড়াবে আবাহনী-বসুন্ধরা ম্যাচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here