অবশেষে নির্ধারিত হলো বাংলাদেশ প্রিমিয়র লীগ ফুটবলের চতুর্থ ভেন্যু। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামকে বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন৷ এতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম ও টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সাথে তালিকায় যুক্ত হলো স্টেডিয়ামটি।

মোট ছয়টি ক্লাব কুমিল্লা, মুন্সিগঞ্জ ও টঙ্গীকে নিজেদের হোম ভেন্যু করেছে। বাকি ৭ ক্লাবই থাকছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কুমিল্লায় গতবারই হোম ভেন্যু করেছিলো ঢাকা মোহামেডান। তাদের সাথে এবার যুক্ত হলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টঙ্গীতে নিজেদের তাবু গড়ছে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাব। আর নতুন সংযুক্তি মুন্সিগঞ্জকে নিজেদের ঘরের মাঠ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এছাড়া ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী হোমভেন্যু হিসেবে নিয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকেই।

লিগের খেলা পূর্ব নির্ধারিত ১৩ জানুয়ারি থেকেই শুরু হবে। আজ (শনিবার) বাফুফের প্রফেশনাল লিগ কমিটির এক জরুরী সভায় বিষয়গুলো নিশ্চিত করা হয়।

Previous articleআবাহনী দলে করোনার হানা!
Next articleআবাহনী ও সাইফের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here