আসন্ন ২০২০-২১ বাংলাদেশ প্রিমিয়ার লীগের জন্য চারটি ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে)। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের নাম। বাকি তিনটি ভেন্যু হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম এবং নরসিংদীর মোসলে উদ্দিন ভুইঁয়া স্টেডিয়াম।

ক্লাব গুলোর করোনাকালীন সময়ে দীর্ঘ ভ্রমণ এড়াতে গতবারের ভেন্যু হিসেবে ব্যবহার হওয়া চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, নীলফামারীর শহীদ শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম , গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে এবারে ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

অংশ নিতে যাওয়া ১৩ দলের ৭ দলই চায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে। আবাহনী আগের মতোই পাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। সাথে শেখ রাসেল ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বাংলাদেশ পুলিশ, উত্তর বারিধারা সবগুলো ক্লাব প্রস্তাব করেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে পাওয়ার জন্য।

এদিকে নীলফামারীর স্টেডিয়াম বাতিল হওয়ায় মোহামেডানের সঙ্গে যৌথভাবে কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামকে ঘরের মাঠ বানাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে সাইফ স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠ হিসেবে পছন্দ নরসিংদির মোসলে উদ্দিন ভুইঁয়া স্টেডিয়ামকে। আবেদন করলেও এখনো জমা করেনি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে নেয়া কাগজ। তবে সবচেয়ে ব্যতিক্রম ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এখনো আবেদন করেনি কোনো ভেন্যুর জন্য। ব্রাদার্সের লীগ খেলাও অনিশ্চিত এখনো। বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও শৃঙ্খলা কমিটির উপর নির্ভর করছে তাদের লীগ খেলা।

এদিকে নিজের বাবার নামে হওয়া টঙ্গীর স্টেডিয়াম নতুন ভেন্যু হিসেবে চুড়ান্ত হওয়ায় খুশী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

Previous articleসাইফের জয়; নক আউটে বারিধারা
Next articleআবাহনীর জয়ে শেষ আটে মোহামেডানও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here