আসন্ন মৌসুমেও বাংলাদেশ প্রিমিয়ার লীগের সফলতম দল ঢাকা আবাহনী লিমিটেডের কোচ হয়ে আসছেন পর্তুগীজ মাস্টারমাইন্ড মারিও লেমস। ৩৪ বছর বয়সী এই কোচের যোগদান নিশ্চিত করেছে ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপূ।

আবাহনীর অন্যতম সফলতম কোচ লেমোস। তার অধীনে প্রথম বাংলাদেশী ক্লাব হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল খেলে দলটি। লেমোসের যোগদান প্রসঙ্গে রুপূ বলেন, ‘তৃতীয়বারের মতো ক্লাব ফুটবল কোচের দায়িত্ব দিয়েছে ৩৪ বছর বয়সী লেমোসকে। বাংলাদেশের সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। নেপালের বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচের পর ঢাকায় এসে দায়িত্ব নেবেন লেমোস।’

নেপালের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ শেষে খেলোয়াড়রা ক্লাবে এসে যোগ দিবেন। এরপরই আসবেন লেমোস। কোচে পরিবর্তন না আনলেও বিদেশী খেলোয়াড় পরিবর্তন করতে যাচ্ছে আবাহনী। এবার হয়তো দলে দেখা যাবে না আবাহনীর গোলমেশিন সানডে সিজোবাকে।

Previous articleপ্রথমদিন যোগ দিলেন ১২ ফুটবলার; কিংসের খেলোয়াড়রা যোগ দিবেন দ্রুতই!
Next articleখেলোয়াড়দের ফিটনেসে সন্তুষ্ট ফিজিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here