আগামী শনিবার কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশীপ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এবার অংশ নিবে ভারত, নেপাল, শ্রীংলকা ও ভুটান। প্রত্যেক দলই একে অন্যর বিপক্ষে খেলবে এবং পয়েন্ট টেবিলের প্রথম দুই দল ফাইনাল খেলবে।

বাংলাদেশ এবারের সাফ নিয়ে আশাবাদী। কোচ গোলাম রাবান্নী ছোটন দল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘প্রত্যেকটা দলই এখানে শক্তিশালী। আমরা তাদের সাথে ভালোভাবেই ফাইট করলে জয়লাভ করতে পারবো। বিগত দিনে মারিয়া, আঁখিরা যে ফুটবল খেলেছে অবশ্যই বাংলাদেশ ফেভারিট, যেহেতু আমরা দেশের মাটিতে খেলছি।’

টুর্নামেন্ট নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডাও, ‘আমরা বিগত দিনে অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়ন ছিলাম, তারই ধারাবাহিকভাবে ধরে রাখতে চাই। আমরা দর্শককে ভালো খেলা উপহার দিবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবো।’

আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাফের জন্য ২৩ জনের দল ঘোষনা করেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। দলে নতুন মুখ দুইজন, এছাড়াও সিনিয়র দলের ১৫ জন জায়গা করে নিয়েছেন দলে, আছে অনূধ্ব-১৫ দলের সদস্যও। আগামী ১১ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ যাত্রা শুরু করবে নারী দল।

Previous articleবঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর
Next articleকলিন্ড্রেস জাদুতে সেমিফাইনালে আবাহনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here