অবশেষে গুঞ্জন সত্য হলো। দলবদলের শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল শেখ রাসেল ক্রীড়া চক্রে একজন ব্রাজিলিয়ান খেলোয়াড় অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছি। গতকাল আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জিয়ানকার্লো রদ্রিগেজের নাম ঘোষণা করলো ক্লাবটি।

৩০ বছর বয়সী জিয়ানকার্লো সর্বশেষ খেলেছেন ইন্দোনেশিয়ার প্রথম সারির দল পিএসএম মাকাসারে। দলটির হয়ে লীগে ৩ ম্যাচে একটি গোল করেছেন তিনি। এছাড়া এএফসি কাপের মূল পর্ব ও কোয়ালিফায়ার মিলে করেছেন আরো ৩ টি গোল। এর আগে মালেশিয়ান ক্লাব পিজে সিটি, পেরাক সহ ব্রাজিলের বিভিন্ন স্তরের অনেকগুলো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এতে করে পূর্ণ হলো শেখ রাসেলের বিদেশী খেলোয়াড়ের কোটা। তাজিকিস্তানের সিয়োভোস আসরোরভ, নাইজেরিয়ার ওগো মনে, কিরগিস্তানের বখতিয়ার দুশভেকভের পর সর্বশেষ সংযুক্তি ব্রাজিলের জিয়ানকার্লো রদ্রিগেজ। কলোম্বিয়ার দেইনার কর্দোবা এক পর্যায়ে শেখ রাসেলে খেলা চূড়ান্ত হলেও করোনা ও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত তিনি বাদ পড়েন।

Previous articleফেডারেশন কাপ খেলবে মুক্তিযোদ্ধা!
Next articleমুক্তিযোদ্ধায় ফ্রেঞ্চ লীগের খেলোয়াড়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here