এ যেনো এক একরোখা তান্ডব। একটি দুইটি নয় এক এক করে ১২ টি গোল। কি? শুনে আঁতকে উঠছেন। ঠিক এরকমই এক তান্ডব চলেছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। শ্রীলঙ্কার সিংহীদের গোল বোমায় মাটিতে পিষে ফেলে বাংলার বাঘিনীরা।

সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মাত্র ২ মিনিটে মাঠের বামপ্রান্ত থেকে শাহিদা আক্তার রিপা শ্রীলঙ্কার তিনজনকে কাটিয়ে গোল বরাবর শট নেন। শটটি বারে লেগে ফিরে আসলে,বলে হালকা ছোঁয়া লাগিয়ে দলের জন্যে প্রথম গোল আদায় করে নেন স্বপ্না রাণী। ৭ মিনিটের মাথায় বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেয় ঋতুপর্ণা চাকমা। থ্রু পাসে মাঠে বামপ্রান্ত দিয়ে বক্সে ভিতরে ঢুকে অন-টার্গেট শটে গোল করেন তিনি। ১৮ মিনিটে তৃতীয় গোলটি করেন ম্যাচের প্রথম গোলের পিছনের কারিগর শাহিদা আক্তার রিপা।

৪৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। বক্সের ভেতর থেকে গোলরক্ষক থারিন্দি জানিথ্যার মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে বলকে জালে পাঠিয়ে দেন। এতে করে ৪-০ লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণের পরিমাণ আরো বাড়ায় বাংলাদেশ অ-১৯ নারী দল। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মধ্যমাঠে খানিকটা সামনে থেকে দুর্দান্ত এক গোল করেন দলের অধিনায়ক আঁখি খাতুন। গোলরক্ষক থারিন্দি পিছনে এসে বল রুখতে চেষ্টা করলে  ব্যর্থ হন।

মিনিট দুয়েক পরে দলের জন্যে ষষ্ঠ গোলটি এনে দেন শাহিদা আক্তার রিপা। সেইসাথে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যান। ম্যাচের ৫৪ ও ৭০ মিনিটে পরপর দুটি গোল করে দলের চারজোড়া গোলের পূর্ণতা এনে দেন আফিদা খন্দকার। ম্যাচের ৭৯ মিনিটে স্কোরশিটে নিজের নাম তুলেন বাংলাদেশের আনুচিং মুগিনী। ৮৩ মিনিটে আবারো গোল করেন আফিদা খন্দকার। বক্সের বাইরে থেকে আফিদার লং রেঞ্জ শটে বদলি গোলরক্ষক বান্দারা তেমন বাধা দেওয়ার চেষ্টাও করেননি।

৮৫ মিনিটে বাংলাদেশের হয়ে ১১ তম গোলটি করেন উন্নতি খাতুন। ম্যাচের ৮৭ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শাহিদা আক্তার রিপা। এর সাথে সাথে নিজের হ্যাট্রিক পূরণ করে ফেলেন শাহিদা আক্তার রিপা। ফলে ১২-০ গোলের এক অতিমানবীয় জয় পায় বাংলাদেশের নারী শিবির।

এ জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ অ-১৯ নারী ফুটবল দল। ২২ ডিসেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত।

Previous articleস্বাধীনতা কাপ জিতে ফুটবলকে বিদায় বললেন প্রাণতোষ
Next articleএবার মারিও লেমোস খুশী, আবাহনী সমর্থকরাও খুশী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here