ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে নিজেদের জয় পাওয়ার প্রধান শর্তই বলে গেলেন অধিনায়ক জামাল ভুইঁয়া।

সকলে মাঠে জিততেই নামে। কিন্তু দলের সবাই শতভাগ না দিলে জয় সম্ভব হয়ে উঠে না তা মনে করিয়ে দিয়ে জামাল বলেন,

‘একজন ৫০% দিলে তো হবে না, সবাইকে ১০০% দিতে হবে, তাহলেই আমরা জিততে পারি।’

ভারত ম্যাচকে ঘিরে ফুটবলারদের মধ্যে একটি উত্তেজনা রয়েছে, বিশেষ করে শেষ দেখায় ভালো খেলেও ড্র করায় ভারতে বিপক্ষে পরবর্তী ম্যাচে পূর্ণ পয়েন্টই চায় বাংলাদেশ। ভারতে সাথে বাংলাদেশের ফুটবলের একটি ইতিহাস রয়েছে যা দলকে জিততে আরো বেশি মরিয়া করে তুলে বলে মনে করেন জামাল,

‘আমরা কাছাকাছি থাকি, ওদের সাথে হিস্ট্রি আছে। সবাই জিততে চায় ওদের সাথে। ‘

তবে গোল করার বিকল্প নেই তাও বলেন তিনি,

‘গোল করতে হবে, গোল না করলে আপনি জিততে পারবেন না।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ জুনে কাতারে অনুষ্ঠিত হবে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।

Previous articleঅনুশীলন শুরু করেছে জামাল-তপু’রা!
Next articleইনজুরিতে জাতীয় দল থেকে ছিটকে গেলেন আশরাফুল ইসলাম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here