তিনজন বিদেশী ফুটবলারের অর্থ পরিশোধ না করায় ফিফা কর্তৃক সাইফ স্পোর্টিং ক্লাবের উপর দলবদলে নিষেধাজ্ঞা জারি হয়। তবে ঐ খেলোয়াড়দের অর্থ পরিশোধের পর সাইফ এসসি দলবদলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৭ সালে সাইফ স্পোর্টিং ক্লাবের ট্রায়ালে আসা তিন বিদেশী ফুটবলার স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওদরাদভিচ ফিফায় অভিযোগ করে যে তাদের প্রাপ্য অর্থ ক্লাব দেয় নি। সময়টা সাইফ স্পোর্টিং ক্লাবের একেবারের শুরু দিকের ছিলো। ফলে ক্লাব কর্তৃপক্ষ ঠিকভাবে সকল নিয়মকানুন বুঝতে পারেনি। ক্লাবের এই অদক্ষতার সুযোগকে কাজে লাগিয়ে অর্থ আদায়ে উদ্দেশ্যে ফিফায় নালিশ করে খেলোয়াড়রা এমনটা দাবি করেছিলেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী।

ফিফার ডিসিপ্লিনারী কমিটির নির্দেশে খেলোয়াড়দের সাথে সমঝোতার মাধ্যমে অর্থ পরিশোধ করেছে সাইফ এসসি। ফলে সাইফ স্পোর্টিং ক্লাবের দলবদলে আর কোন নিষেধাজ্ঞা রইলো না।

Previous articleনিজ উদ্যোগে করোনা টেস্ট করিয়ে ক্যাম্পে আসতে হবে ফুটবলারদের
Next articleপাতানো খেলা রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here