হার যেনো পিছুই ছাড়ছে না বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলের। প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলের হারের পর স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে তিন জোড়া গোল হজম, বিনিময়ে শোধ দিতে পারে নি একটি গোলও। এ যেনো এক চরম হতাশা।

উজবেকদের বিপক্ষে ছয় গোল হজমের পর এবার বাংলাদেশ অ-২৩ দলের প্রতিপক্ষ সৌদি আরব। সৌদি আরবের কুয়েতের বিপক্ষে পরাজিত হওয়ায় তাদের বিপক্ষে জয় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখবে। তবে জয়ের ক্ষেত্রেও রয়েছে পরিসংখ্যান। সৌদির বিপক্ষে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে ফাহিম-বাদশাদের। সৌদি আরবের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জয় পেলেই বাংলাদেশ ঢুকে পড়তে পারবে রার্নাসআপ দল গুলোর কাতারে।

র‍্যাংকিং পিছিয়ে থাকলেও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম। তিনি বলেন, ‘উজবেকিস্তানের বিপক্ষে আমাদের যে ম্যাচটি হয়েছে গতকাল সেটাকে আমি দূর্ঘটনা হিসেবে মনে করবো। ২ নভেম্বর সৌদি আরবের খেলা। সৌদি যেহেতু কুয়েতের কাছে ২-১ হেরেছে তাই ওদের আমরা যদি হারাতে পারি চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ থাকবে। আমরা দেশবাসির কাছে দোয়া চাই।’

পাশাপাশি দলের অন্য খেলোয়াড়দের সৌদি ম্যাচকে ঘিরে আশাবাদী হতে দেখা গিয়েছে। উজবেকিস্তান ম্যাচের ছন্নছাড়া ফুটবলের পর ফিরে আসতে পারবে বাংলাদেশ? অপেক্ষা ২ নভেম্বরের।

Previous articleবড় চ্যালেঞ্জ নিয়ে বাজেট অনুমোদন দিলো বাফুফে!
Next articleতিন ক্লাব থেকে টাকা নিয়েছেন আতিকুজ্জামান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here