মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলকে মধ্যপ্রাচ্যে কন্ডিশনিং ক্যাম্প করানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত বছরের মার্চে সৌদি আরবে প্রায় তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। সৌদি আরব ও কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চালিয়েও যাচ্ছে বাফুফে। আলোচনার যে অগ্রগতি, তাতে সৌদি আরবেই হতে পারে ক্যাম্প।

প্রায় দেড় মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। শুক্রবার দুপুরে দেশে ফিরলেও আজই আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন কোচ ক্যাবেরেরা। সৌদি আরবে আবারও ক্যাম্প করার ইচ্ছার কথা জানালেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরব কোচ ক্যাবরেরার প্রথম পছন্দ। ফুটবল ফেডারেশন এ ব্যাপারে কাজ করছে বলে জানালেন এই স্প্যানিয়ার্ড,

‘ক্যাম্পের পরিকল্পনা এখনও নিশ্চিত নয়। কিন্তু আমার পরিকল্পনা গত বছরের মতো এবারও দেশের বাইরে করা। কারণ সৌদিতে করা ক্যাম্প সব কিছু বদলে দিয়েছিল। আমি জানি, ফেডারেশন এ ব্যাপারে সেরাটা চেষ্টা করবে। আশা করি দেশের বাইরে ক্যাম্প করতে পারব।’

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপরেই শুরু হবে ক্যাম্প। আগামী ২১ ও ২৬ মার্চ বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী ম্যাচ। এ বছর বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং বলছেন কাবরেরা,

‘গত বছর থেকে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। এই দল নিয়ে সমর্থকরা গর্ব অনুভব করেছে। অবশ্যই এ বছর আরও চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ প্রতিপক্ষ আরও কঠিন। ফিলিস্তিন, লেবানন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। আমরা আগেই হাল ছাড়বো না। বড় কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

 

Previous articleমোহামেডানের জয়ের দিনে ড্র করেছে চ. আবাহনী-ব্রাদার্স
Next articleফেড কাপে জামাল-ফর্টিসের সহজ জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here