দেশের করোনা মহামারীতে স্থগিত থাকার পর আগামী ১৩ জুলাই থেকে আবারো মাঠে ফিরছে নারী ফুটবল লিগের খেলা। প্রতিদিন তিনটি করে ম্যাচ দিয়ে ঈদের আগেই নারী লিগ সমাপ্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

১১ তম রাউন্ডের খেলা দিয়ে মাঠে ফিরতে যাওয়া নারী লিগের বাকি সবকয়টি ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। ঐদিন প্রথম ম্যাচে সকাল ১০ টায় লড়বে কুমিল্লা ইউনাইটেড ও এফসি ব্রাহ্মণবাড়িয়া। পরের ম্যাচে দুপুর ১২ টায় বসুন্ধরা কিংস মুখোমুখি হবে আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসি’র। শেষ ম্যাচে দুপুর ২ টায় নাসিন একাডেমি খেলবে সদ্যপুস্কুরিনী যুব এসসি’র।

১০ম রাউন্ড শেষে অপরাজিত বসুন্ধরা কিংস ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসি। অর্থাৎ ১১তম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি এবারের নারী লিগের শিরোপা নির্ধারনী ম্যাচ হতে যাচ্ছে। বসুন্ধরা কিংস জিতলে তাদের পথ পরিস্কার। আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসি তাদের পরাজিত করতে পারলে শেষ পর্যন্ত জমে উঠবে লিগ।

Previous articleঅনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ!
Next article১৪ জুলাই ফিরছে প্রিমিয়ার লিগের খেলা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here