ভারতের ওড়িশায় সময়টা বেশ ভালো কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। আর যাবেই না বা কেন? সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম দুই ম্যাচেই দারুন জয়ে বাংলাদেশ দল রয়েছে এখন ফাইনাল খেলার দ্বারপ্রান্তে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পল স্মলির শিষ্যরা। এবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৪-০ গোলের বড় হারে আসর শুরু করা মালদ্বীপের বিপক্ষেই ফাইনাল নিশ্চিতের মিশনে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে লাল সবুজের প্রতিনিধিদের।

তাইতো মালদ্বীপ ম্যাচ সামনে রেখে টিম হোটেলে জিম, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, আইস বাথ এবং পুলে রিকভারি সম্পন্ন করে ফুটবলাররা। এরপর আজ বিকেলে ওড়িশার ক্যাপিটাল প্রাকটিস গ্রাউন্ডে অনুশীলনও করে বাংলাদেশ। অনুশীলনের আগে দলের ম্যানেজার বিজন বড়ূয়া জানান, ‘দুইটা ম্যাচেই ছেলেরা ভালো খেলেছে, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আশা করছি আগামী ম্যাচ জিতে আমরা ফাইনাল খেলবো। আপনারা সবাই আমাদের দলের জন্য দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরতে পারি।’

অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক তানভীর হোসেনও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। কোচের পরিকল্পনায় খেলে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়ার মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে তানভীর বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই শুরু করতে পেরেছি। আমাদের পরিকল্পনাই ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। এখন আমাদের পরবর্তী লক্ষ্য মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা।’

Previous articleমুক্তিযোদ্ধা ও বারিধারার মধ্যে টিকে থাকবে কে?
Next articleসেপ্টেম্বরে বিপিএল ও বিসিএল ক্লাগুলোর বয়স ভিত্তিক লিগ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here