মালদ্বীপের মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে মালদ্বীপ ম্যাচের আগে মালেতে ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। টিকিটের জন্য একপ্রকার হাহাকার লেগে গিয়েছে মালেতে।

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে সাড়ে সাত হাজার আসন সংখ্যা থাকলেও রহস্যজনক ভাবে বাংলাদেশীদের কাছে মাত্র ২০০/৩০০ টিকিট বিক্রি করে টিকিট বিক্রি বন্ধ করে দেয় স্টেডিয়াম কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয় সেখানে অবস্থানরত বাংলাদেশী টিকিট প্রত্যাশীদের মধ্যে। সেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের খবরও পাওয়া যায়। উত্তেজনা কমাতে স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে মালের স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য আগামী ৭ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের চতুর্থ স্থানে রয়েছে স্বাগতিকরা।

Previous articleভারত ম্যাচের লড়াকু পারফরম্যান্স মালদ্বীপের বিপক্ষেও ধরে রাখতে চায় বাংলাদেশ!
Next articleবাকি দুই ম্যাচেও দলের ভালো খেলা দেখতে চান কাজী সালাউদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here