এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৪ এর বাছাইপর্বের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই দলকে লিড এনে দেন পূজা দাস। এর দুই মিনিট পর সতীর্থের ফ্রি কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন থুইনুয়ে মারমা। বিরতিতে যাওয়ার আগে দলের স্কোরলাইন ৩-০ তে নিয়ে যান অধিনায়ক রুমা আক্তার।

দ্বিতীয়ার্ধে ফিরে আবারও গোল উৎসবে মাতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫৩তম মিনিটে পূজা নিজের দ্বিতীয় গোলটি করেন। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বক্সেই বল পেয়ে যান পূজা। গোলরক্ষককে কাটিয়ে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন এ মিডফিল্ডার। এই গোলের সাত মিনিট পর সুরভি আকন্দ প্রীতি পেনাল্টি থেকে তুর্কমেনিস্তানের জালে বল জড়িয়ে ব্যবধান ৫-০ করেন।

প্রতিপক্ষের জালে বাংলাদেশের মেয়েরা শেষ আঘাতটি হানে ম্যাচের ৮২তম মিনিটে। বদলি নামা তৃষ্ণা রানীর সফল পেনাল্টিতে ৬-০ গোলের বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ ‘ডি’ থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে আগামী রোববার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে ছোটন শিষ্যরা। সে ম্যাচে জয় পেলে এএফসি এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৪ এর বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে বাঘিনীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here