গোর্খাদের কাছে শেষ পর্যন্ত আটকে গেল বাংলাদেশের কিশোরী বাঘিনীরা। সাফ অ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল অ-১৫ নারী ফুটবল দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

শুরুটা দুর্দান্ত হলেও পরবর্তী ধাপে এসে থমকে গেলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে কিশোরীরা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন বর্ষালতা। মাঝমাঠের কাছে থেকে সিমরান রাইয়ের ফ্রি কিক থেকে বল পেয়ে গোল আদায় করে নেন নেপালী এই আক্রমণভাগের খেলোয়াড়। এতে করে ১-০ গোলে জয় পায় নেপাল।

এই জয়ের ফলে ২ ম্যাচে ২ জয় দিয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে নেপাল। অন্যদিকে ২ ম্যাচে ১ জয় ও ১ হারের ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে লাল-সবুজের দল। অন্য আরেক অংশগ্রহণকারী দল ভুটানের অবস্থান সবার শেষে।

Previous articleস্বাধীনতা কাপের মূল পর্বে বিমান বাহিনী
Next articleআবাহনীতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গেটার্সন আলভেস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here