বসুন্ধরা কিংস অ্যারেনায় সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চের সামনের সারিতে অধিনায়কের আর্মব্যান্ড পরা ক্ষুদে ফুটবলাররা, তার পেছনে বেশ কজন বাফুফের শীর্ষ কর্তাবৃন্দ। বাফুফের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাই মিলে উড়ালেন বেলুন এবং শান্তির প্রতীক পায়রা। বেলুন ও পায়রা উড়ানোর পর সেই ক্ষুদে অধিনায়কদের উচ্ছ্বাসটাই সবার চোখে পড়লো। আর এমন উৎসবমুখর ভাবেই উদ্বোধন হলো এবারের বসুন্ধরা গ্রুপ পাইওনিয়ার ফুটবল লিগের।

 

১০টি গ্রুপে বিভক্ত হয়ে এবারের পাইওনিয়ার লিগে অংশ নিচ্ছে মোট ৪৬টি দল। আজ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও ঢাকা মহানগরী লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য ও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কো-চেয়ারম্যান ইলিয়াস হোসেন, বাফুফে সদস্য ও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আমের খান, বাফুফে সদস্য ও পাইওনিয়ার লিগ সম্পর্কিত উপকমিটির ডেপুটি চেয়ারম্যান মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান এনামুল হক আবুল এবং ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি ও পাইওনিয়ার ফুটবল লিগ ২০২১-২২ সম্পর্কিত উপকমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আরামবাগ ক্রীড়া চক্র জুনিয়র এবং কামরাঙ্গীরচর ক্রীড়া উন্নয়ন পরিষদ।

Previous articleইন্দোনেশিয়ায় পা রাখলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল ; অনুশীলন শুরু আগামীকাল
Next articleইন্দোনেশিয়ায় প্রথম দিনের অনুশীলন শেষ করেছে জামাল ভূঁইয়ারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here