ভারতের বিপক্ষে লাল কার্ড দেখে ইতিমধ্যে স্বাগতিক মালদ্বীপের বিরুদ্ধে খেলা থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। শ্রীলংকা ও ভারত ম্যাচে দুটো হলুদ কার্ড দেখে তারই সঙ্গী উইঙ্গার রাকিব হোসেন। এই তালিকায় এবার যুক্ত হতে পারেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। চোটের কারণে অনিশ্চিত তিনি।

অনুশীলনরত অবস্থায় হঠাৎ পিঠে চোট অনুভব করছেন অনেকদিন পর জাতীয় দলে ফেরা আতিকুর রহমান ফাহাদ। তার চোট বাংলাদেশের শিবিরে চিন্তার ভাজ ফেলেছে। বিশ্বনাথ ও রাকিব না থাকায় দুজনের অন্তর্ভুক্তি একাদশে নিশ্চিত ছিলো, এদের মধ্যে সম্ভাব্য একজন ফাহাদ। রাকিব না থাকায় মোহাম্মদ ইব্রাহিমকে উইঙ্গার হিসেবে খেলিয়ে ফাহাদকে মধ্যমাঠে খেলানোর বিষয়টি একপ্রকার ধরেই নিয়েছিলো বাংলাদেশের সমর্থকরা। কিন্তু এখন ফাহাদও অনিশ্চিত হওয়ায় বাংলাদেশের শক্তিমত্তায় কিছুটা তো ঘাটতি থাকছেই। শুরুর একাদশের কথা বাদ দিলেও ফাহাদ না থাকায় বেঞ্চের শক্তি কমেছে এটা নিশ্চিতভাবেই বলা যায়।

তবে ফাহাদ আগামীকালের মধ্যে ভালো অনুভব করলে হয়তো দলে থাকতে পারেন, যদিও তাকে চোট নিয়ে কোচ অস্কার ব্রুজন মাঠে নামাবেন কিনা তা একটি প্রশ্ন থাকছেই।

আগামীকাল রাত ১০ টায় সাফ চ্যাম্পিয়নশীপ ২০২১ এ নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

Previous articleবাকি দুই ম্যাচেও দলের ভালো খেলা দেখতে চান কাজী সালাউদ্দিন
Next articleআত্মবিশ্বাসী-ইতিবাচক অস্কার ব্রুজন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here