হৃদযন্ত্রের সমস্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রায় এক দশক আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অনেকদিন পর আবারও সেই হৃদযন্ত্রে সমস্যা অনুভূত হওয়ায় গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
গতকাল (বুধবার) কাজী সালাউদ্দিনের এনজিওগ্রাম হয়েছে। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে তার। আজ আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
কাজী সালাউদ্দিনের চিকিৎসা একটা পরিকল্পিত ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হবে। এই ব্যবস্থার ক্ষেত্রে একদল মেডিকেল টিম রয়েছে,যারা তার এই চিকিৎসা পদ্ধতি তত্ত্বাবধান করবেন।
সালাউদ্দিনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ উদ্রেক প্রকাশ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সালাউদ্দিনের পরিবারবর্গ। এছাড়া বাফুফের মিডিয়া টিম জানিয়েছে, এই পরিস্থিতি বিবেচনা করে তারা শুধু গুরুত্বপূর্ণ খবরগুলোই প্রকাশ করবে।