করোনা ভাইরাসের জন্য থমকে রয়েছে দেশের ফুটবল। ইতিমধ্যেই বাতিল হয়েছে লীগ সহ অন্যান্য খেলা। সেই বাতিলের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হতে যাওয়া ২০২০ সাফ চ্যাম্পিয়নশিপ। এর এই টূর্ণামেন্ট পরবর্তী আসর ২০২১ সালে বাংলাদেশেই করা হবে বলে জানা গিয়েছে।

টুর্নামেন্টটি পিছিয়ে পড়াতে অনেক সমর্থক হতাশ হলেও বিষয়টি ভালো ভাবে দেখছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এক ভিডিও বার্তায় রানা বলেন, ‘২০২০ এ সাফ হওয়ার কথা ছিলো বাংলাদেশে সেটি কোভিড-১৯ এর কারণে সেটি ২০২১ সালে অনুষ্ঠিত হবে। আমি ব্যক্তিগত মনে করি সাফ আমাদের দেশের জন্য অনেক বড় একটি টূর্ণামেন্ট। আর আমাদের ভালো একটা সুযোগ আছে যেহেতু হোম ভেন্যুতে খেলা।’

এদিকে করোনার জন্য ফুটবল থমকে থাকায় ফুটবলারদের নিজেদের তৈরি করার পাশাপাশি প্রস্তুতি নেয়ার বিষয়টিতেও ঘাটতি থাকা নিয়ে কথা বলেন রানা। তিনি জানান, ‘আমাদের প্রস্তুতিরও আসলে ঘাটতি আছে। সেক্ষেত্রে আমি মনে করি আগামী বছর অনুষ্ঠিত হলে আমাদের ভালো প্রস্তুতি থাকবে। এটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারবো এবং আশা করি সাফে আমাদের ভালো রেজাল্ট হবে। ‘

গত সাফে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিলো জামাল-তপুদের। ঘরের মাঠে পরবর্তী সাফ নিয়ে তাই ভালো প্রস্তুতি নিতে চায় লাল সবুজের জার্সিধারীরা। সমর্থকরা অপেক্ষায় ২০০৩ এর পর আবারো সাফের ট্রফি জয়ের উৎসবের।

Previous articleঅসহায় ফুটবলারদের পাশে দাড়াচ্ছে বিডিডিএফএ ও বিএসসিএ
Next articleকোচদের দেয়া পরামর্শেই নিজেকে ফিট রেখেছেন সুফিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here