নতুন মৌসুমের জন্য আইভেরী কোস্টের দুই খেলোয়াড় ল্যানকিন তোরে ও বাল্লো ফামুসাকে আগেই দলে ভিড়িয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। এরপর কিরগিস্তানের মুরোলিমজোন আখমেদভকে দলে নেয় তারা। নিজেদের বিদেশী কোটার শেষ খেলোয়াড় হিসেবে এবার তারা নিয়েছে আইভেরিকোস্টে মিডফিল্ডার ফ্রেডেরিক পোডা’কে।

৩২ বছর বয়সী ফ্রেডেরিক মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। এর আগে তিনি আইভেরিকোস্ট, থাইল্যান্ড ও মালেশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। সর্বশেষ তিনি মায়ানমারের দল হ্যানথাওয়াডি ইউলাইটেড এফসিতে খেলে এসেছেন। সর্বশেষ মৌসুমে দলটির হয়ে ২০ ম্যাচে পাঁচটি গোল রয়েছে তার। এএফসি কোয়ালিফাইং রাউন্ডেও রয়েছে একটি গোল।

ফ্রেডেরিক আসায় পুলিশ এফসিতে আইভেরিকোস্টের খেলোয়াড় হলো মোট তিনজন।এর আগে দলে আসা ল্যানকিন তোরে ও বাল্লো ফামুসার বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। ল্যানকিন সর্বশেষ মৌসুমে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নে। বাল্লো ছিলেন শেখ জামাল ডিসি’র খেলোয়াড়। পেশাদার ফুটবলে ভারত ও বাংলাদেশের লীগেই খেলেছেন ডিফেন্ডার ল্যানকিন তোরে। কলকাতা মোহামেডান, কাশমির, মিনার্ভা পাঞ্জাব ঘুরে গতবারই যোগ দেন ব্রাদার্স ইউনিয়েনে।

গোল করতে পারদর্শী বাল্লো ফামুসা’র অভিজ্ঞতা রয়েছে থাই লীগে খেলার। থাইল্যান্ডের ইয়ালা ইউনাইটেড, উথাই থানি এফসি, সিংবুড়ি এফসি, এয়ারফোর্সের মতো দলে খেলে এসেছেন তিনি। লাওসের দল লাও টয়োটা হয়ে ২০১৮-১৯ মৌসুমে যোগ দেন বাংলাদেশেরে মুক্তিযোদ্ধা সংসদ কেসিতে। সেখান থেকে গতবার খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিত্যক্ত হওয়া মৌসুমে লীগে করেছেন তিন গোল। ২০১৮-১৯ মৌসুমে করেছিলেন ১১ গোল।

এছাড়া কিরগিস্তানের মুরোলিমজোন আখমেদোভেরও আগে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাবে খেলেছেন তিনি। সাইফ থেকে খেলে কিরগিস্তানের প্রথম বিভাগের দল নেফচি’তে খেলেছেন এই ফুটবলার। নেফচি’র হয়ে তিন গোলের পাশাপাশি সাতটি এসিস্ট রয়েছে তার।

Previous articleনারী লীগে জয় পেল নাসরিন একাডেমি
Next articleগোল বন্যায় শিরোপা উৎসব করলো কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here