এবার ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা থেকে বাস উপহার পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার উয়েফা থেকে উপহার পাওয়া বাসটির উদ্বোধন করেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া এবং ফিফা কাউন্সিল মেম্বার ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এসময় আরো উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি এবং বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

বাসের সম্পর্কে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া জানান, ‘ছেলেদের জিমে জন্য কমলাপুর থেকে বাফুফে ভবনে আসতে হয় এবং মেয়েদের ট্রেনিংয়ের জন্য বাফুফে ভবন থেকে কমলাপুর যেতে হয়। এতে করে অনিশ্চিতায় থাকতে হতো। বাইরের বাস এনে আমাদের যাতায়াত সুবিধা নিতে হচ্ছিলো। এই সুবিধা এখন আমরা নিজেদের ঘর থেকেই পাবো। ’

ফুটবলারদের জন্য কেনো এসি বাস নয়,এই প্রশ্নের জবাবে আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা বাস ক্রয়ের সময় যে বিষয়ে নজর দিয়েছি সেটা হলো আমাদের একটা টিম এবং টিমের সাপোর্টিং স্টাফ সবাই মিলে যেনো যেতে পারে। কিন্তু আমরা যদি এসি বাস আরো ছোট একটা নিতাম তাহলে আমাদের লক্ষ্য পূরণ হতো না। সেক্ষেত্রে আবার আমাদের বাইরের বাসের উপর নির্ভর করতে হতো।’

বাসের জন্যে উয়েফা দিয়েছে ৪৩ হাজার ইউরো,যা বাংলাদেশী টাকায় প্রায় ৪১ লক্ষ। অন্যদিকে বাকি ১০ লক্ষ টাকা দিয়েছে বাফুফে। বাফুফে উয়েফার সদস্য না হয়েও এএফসির মাধ্যমে এই বাসটি উপহার পেয়েছে বাফুফে। এই প্রসঙ্গে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এএফসি এবং উয়েফা যৌথভাবে বিশ্বব্যাপী অনেক কাজ করে। আজকের যে বাসটি দেখা যাচ্ছে, এটি তারই একটি প্রতিফলন। একজন এএফসির সদস্য হয়ে আমি এর জন্য গর্ববোধ করছি। এএফসি সাধারণত এধরণের কাজগুলো করে থাকে এবং করবে।’

তিনি আরো বলেন, ‘আজকে এই বাসটি দেওয়ার জন্যে আমাদের ছেলেরা এবং মেয়েরা অনেল ভালোভাবে প্র‍্যাক্টিস করতে পারবে। তাদেরকে বাইরের বাসের জন্যে অপেক্ষা করতে হবে না। তাদের অনেক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। ফুটবলকে এরকম কাজের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য এএফসিকে ধন্যবাদ জানাচ্ছি।’

Previous articleঅভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে যাত্রা শুরুর অপেক্ষায় ফর্টিস এফসি!
Next articleঘোষিত হয়েছে ২৭ সদস্যের প্রাথমিক দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here