অনুষ্ঠিত হয়ে গেলো ‘এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ’-এর কোয়ালিফায়ার্স রাউন্ডের ড্র অনুষ্ঠান। এবারের কোয়ালিফায়ার্স রাউন্ডে অংশ নিয়েছে ৪৪ টি দল। অংশ নেওয়া ৪৪ দলকে ১০ টি গ্রুপে ভাগ করা হয়েছে।

অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’-তে। বাংলাদেশ দেশ ছাড়া অন্য দলগুলো হলো গ্রুপ ‘বি’-এর আয়োজক দেশ বাহরাইন, কাতার, নেপাল ও ভুটান। গ্রুপ ‘বি’-এর ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বাহরাইনের খালিফা স্পোর্টস সিটি স্টেডিয়াম। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্ণামেন্টে প্রথম দিন স্বাগতিক দেশ বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ‘এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ’ এর মিশন শুরু করবে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দল।

টুর্ণামেন্টে বাংলাদেশ অ-২০ দলের দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। আগামী ১২ ই সেপ্টেম্বর ভুটান অ-২০ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। আগামী ১৬ ই সেপ্টেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে কাতার অ-২০ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৮ ই সেপ্টেম্বর বাংলাদেশ উক্ত টুর্ণামেন্টে তাদের সর্বশেষ ম্যাচে দক্ষিণ এশিয়ার আরেক দল নেপালের মুখোমুখি হবে।

Previous articleঅনুর্ধ্ব ১৭ এশিয়া কাপ বাছাইয়ের গ্রুপ ‘ই’ তে বাংলাদেশ
Next articleবেচেঁ রইলো বসুন্ধরার সম্ভাবনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here