ফুটবলে মহাদেশের সবচেয়ে বড় মহাদেশীয় আসর এশিয়ান কাপ। ২০২৩ সালের জুনে এশিয়ান কাপের ১৮তম আসরের মূলপর্ব অনুষ্ঠিত হবে চীনে। এরই মধ্যে স্বাগতিক চীনসহ মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন ও কাতার। বাকি ১১টি স্থানের জন্য এশিয়ান কাপের মূল বাছাইপর্বে লড়বে ২৪টি দেশ। যেখানে আছে বাংলাদেশও।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গ্রুপ ‘ই’ তে জায়গা পেয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার দুপুরে এই ড্র অনুষ্ঠিত হয়। ড্র থেকে বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে মালয়েশিয়া, তুর্কমেনিস্তান এবং বাহরাইনকে। আগামী ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কেমিনিস্তান এবং ১৪ জুন ‘ই’ গ্রুপের স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূলপর্ব। মোট ২৪টি দেশ নিয়ে আগামী বছরের জুনে চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূলপর্ব।

একনজরে এশিয়ান কাপের বাছাইপর্বের ছয় গ্রুপঃ
গ্রুপ এঃ জর্ডান, কুয়েত (স্বাগতিক), ইন্দোনেশিয়া ও নেপাল
গ্রুপ বিঃ ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া (স্বাগতিক)
গ্রুপ সিঃ উজবেকিস্তান (স্বাগতিক), থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলংকা
গ্রুপ ডিঃ ভারত (স্বাগতিক), হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।
গ্রুপ ইঃ বাহরাইন, তুর্কেমিনিস্তান, মালয়েশিয়া (স্বাগতিক) ও বাংলাদেশ
গ্রুপ এফঃ কিরগিজস্তান (স্বাগতিক), তাজিকিস্তান, মায়ানমার ও সিঙ্গাপুর।

Previous articleযুব ভারতীতে বসবে এএফসি কাপের লড়াই
Next articleভাগ্যের পরিহাসে পয়েন্ট খোয়ালো সাইফ; লীগে পুলিশের প্রথম জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here