বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশি ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে খেলছেন এলিটা কিংসলে। সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডকে এএফসি কাপে খেলানোর চেষ্টা করেছিল তার ক্লাব বসুন্ধরা কিংস। কিন্তু নির্ধারিত সময়ে কিছু কাগজ পত্র জমা দিতে না পারায় তাকে এপর্বে খেলাতে পারছেনা কিংস।

তার স্বপ্ন বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে ফুটবল খেলা। তার এ স্বপ্ন পূরণ হবে যোগ্যতা প্রমাণের মাধ্যমে। জাতীয় দলের প্রধান কোচ সব সময়ই বলে আসছেন- নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ঢুকতে হবে তাকে।

কোচ জেমি ডে ডাকলে যাতে কোনো আইনি জটিলতা না থাকে সে কাজগুলো আগেই সেরে ফেলার উদ্যোগ নিয়েছে বাফুফে। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগ বলেন, ‘এএফসি কাপের গ্রুপপর্বে খেলার সুযোগ নেই কিংসলের। কিংস পরের রাউন্ডে উঠলে এবং তখন রেজিস্ট্রেশনের সময় দিলে হয়তো খেলতে পারবে। তবে আমরা চেষ্টা করবো ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি আনতে যাতে কিংসলেকে সাফ চ্যাম্পিয়নশিপে খেলানো যায়।’

কিংসলের খেলা না খেলা নির্ভর করবে কোচের ওপর। বাফুফে সাধারণ সম্পাদক আরো বলেছেন, ‘কাগজ-পত্র জমা দেয়ার পরও বেশ কিছু কাজ থাকে, ফিফা ও এফসির সঙ্গে যোগাযোগ রাখতে হয়। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি এনে রাখতে। যাতে নিশ্চিত হতে পারি কিংসলেকে কোচ ডাকলে সে যাতে সাফে খেলতে পারেন। তবে একটা বিষয় পরিস্কার যে, চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে জেমি ডে’র কাছ থেকেই। আমরা শুধু নিশ্চিত করতে চাই, জেমি তাকে ডাকলে যেন তার খেলা অনিশ্চিত না হয়ে পড়ে।’

Previous articleরাইভাল ওয়াচ : বসুন্ধরা কিংস বনাম মাজিয়া
Next articleম্যাচ হারে অবনমিত ব্রাদার্স ইউনিয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here