আগামী ৫ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপ। সাফের এই বয়সভিত্তিক টুর্ণামেন্টে অংশ নিবে বাংলাদেশ অ-১৭ ফুটবল দল। টুর্ণামেন্টের আয়োজক দেশ হিসেবে থাকছে শ্রীলংকা। চলমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজন করতে ব্যর্থ হলেও সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপ আয়োজনের আনুষ্ঠানিকতা পালনে সফল শ্রীলংকা।

বাংলাদেশ অ-১৭ ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্ব কাধে নিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস। পল থমাসের আলোচনায় উঠে গত সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের কৃতিত্বের কথা। তবে প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখছেন এই ইংলিশ ম্যান। তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব ভালোভাবেই উপভোগ করছি। ভারতে বাংলাদেশ অতিরিক্ত সময়ে হেরে রানারআপ হয়েছে। তবে বাংলাদেশের ফুটবল খেলার স্টাইল আশা করি সবাই পছন্দ করেছে। শ্রীলঙ্কাও আশা করি ভালো হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ স্বাগতিক শ্রীলংকার সাথে। তাই এই ম্যাচ কঠিন হবে।’

কোচের পাশাপাশি ম্যাচ নিয়ে উজ্জীবিত বাংলাদেশ অ-১৭ ফুটবল দলের অধিনায়ক ইমরান খান। প্রথম ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান। অগ্রজ অ-২০ দল ভারতের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন ট্রফি হারানোর কারণে ভারত অ-১৭ দলকে হারিয়ে ট্রফি জিততে চায় তার দল। তিনি বলেন, ‘আমরা প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে থাকতে চাই। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। আমরা ভারতকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হতে চাই।’

দলের কোচের পাশাপাশি ম্যানেজারের দায়িত্বেও এসেছে নতুন মুখ। এবারের শ্রীলংকা সাফ অ-১৭ সফরে বাংলাদেশ অ-১৭ ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বে আছেন আতিকুর রহমান। দায়িত্বে নতুন হলে বাফুফের গাইডলাইন সম্পর্কে অবগত এবং শৃঙ্খলা মানার ক্ষেত্রেও বদ্ধপরিকর তিনি। তিনি বলেন, ‘এটি আমার নতুন দায়িত্ব হলেও ফুটবল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলাম আগে থেকেই। জেলা প্রশাসক থাকাবস্থায় অনেক টুর্নামেন্ট আয়োজন করেছি। তাছাড়া আমরা সরকারি কর্মকর্তারা শৃঙ্খলা সম্পর্কে অবগত এবং বাফুফের একটি গাইডলাইন রয়েছে। আমি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবো।’

এবারের সাফ চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সর্বমোট ৬ টি দল। টুর্ণামেন্টের গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, স্বাগতিক শ্রীলংকা বং মালদ্বীপ। অন্যদিকে গ্রুপ ‘বি’ রয়েছে ভারত, নেপাল ও ভুটান। আগামী ৫ ই সেপ্টেম্বর শ্রীলংকা অ-১৭ দলের বিপক্ষে ম্যাচ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এছাড়া আগামী ৭ ই সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ দল-

গোলরক্ষক : আসিফ, সোহানুর রহমান ও ইসমাইল হোসেন মাহিন।

ডিফেন্ডার : পারভেজ আহমেদ, ইমরান খান, আশিকুর রহমান, সিয়াম অমিত, মোহাম্মদ রাতুল ও সিরাজুল ইসলাম রানা।

মিডফিল্ডার : চন্দন রয়, নাজমুল হুদা, স্বপন হোসেন, সজল ত্রিপুরা, সাইফুল ইসলাম, ইফতিয়ার হোসেন, সামুয়েল রাক্সাম ও মিঠু চৌধুরী।

ফরোয়ার্ড : রুবেল শেখ, মুর্শেদ আলী, মিরাজুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোলতাজিম আলম হিমেল ও সুমন সোরেন।

Previous articleছাড়পত্র পেলেন সুমন; টিকে রইল চাকরিও!
Next articleসাফে ভালো লড়াইয়ের প্রত্যয় নারী দলের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here