সাফের জন্যে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বড় টুর্ণামেন্টের আগে খুব অল্প সময় পেলেও অনুশীলনে নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে বাংলাদেশ দল। আজকে তৃতীয় দিনের মতো নিজেদের মাঠের অনুশীলন সম্পন্ন করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। টুর্ণামেন্টের প্রতিটি প্রতিপক্ষকেই শক্তিশালী হিসেবে দেখছে বাংলাদেশ এবং সাফ চ্যাম্পিয়নশীপকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ দল।

এই প্রসঙ্গে নতুনভাবে দলের সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া মাহবুব হাসান রক্সি বলেন, ‘সাফ আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আমাদের  শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলতে হবে। যেহেতু আমাদের ফিক্সারে একটা এডভান্টেজ আছে,আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে সেহেতু আমরা ধাপে ধাপে এগোব।’

টুর্ণামেন্টে সবচেয়ে শক্তিশালী দল ভারত। অন্যদের তুলনায় র‍্যাংকিংয়ে বহু ধাপ এগিয়ে ভারত। ভারতের পাশাপাশি মালদ্বীপকেও কঠিন দল হিসেবে দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ। যেহেতু মালদ্বীপ স্বাগতিক,ফলে তাদের মাঠ ও মাঠের পরিবেশ মালদ্বীপের খেলোয়াড়দের পরিচিত। তাই ভারতের পর মালদ্বীপকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন মাহবুব হাসান রক্সি।

এছাড়া তিনি আরো বলেন, ‘আমরা আসলে পরিবর্তন ফুটবল খেলার চেষ্টা করছি। কোচিং স্টাফে অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে যে নতুন টিমটি এসেছে,আমরা সেই টিমটার মধ্যে পরিবর্তন ফুটবল আনতে চাই,যেটা আগে তারা খেলে নি। আমরা চেষ্টা করছি এবং তার সফলতা মাঠে দেখা যাবে।’

নতুন কোচের অধীনে খেলোয়াড়রা বেশ চনমনে আছে। অনুশীলন শেষে বাংলাদেশ দলের খেলোয়াড় সুমন রেজা বলেন, ‘আজকে আমাদের ১৫ মিনিট রানিং সেশন ছিলো। রানিং সেশন শেষে ওয়ার্ম-আপ করে বল পাসিং নিয়ে অনুশীলন করি। এরিয়েল পাসের যে বিষয়গুলো রয়েছে তা কোচ আমাদের আজকে শিখিয়েছে। গেমের ভিতর যে বিষয় কাজে লাগে সেগুলো আমরা করছি। এরপর বল পজিশনের অনুশীলন ছিলো। এছাড়া ম্যাচে কার পজিশনে খেললে ভালো হবে সেটি নিয়েও কোচ আজ কাজ করেছে।’

সুমন রেজা আরো বলেন, ‘কিভাবে বল নিজেদের কাছে রাখা যায়,এরপর কিভাব এটাক বিল্ডয়াপ করা যায় কোচ আমাদের শিখিয়েছেন। সব মিলিয়ে সাফের জন্যে ভালো একটি প্রস্তুতি হয়েছে।’

Previous articleবিএফএসএফ একাডেমী কাপের গ্রুপিং চূড়ান্ত
Next articleআড়াই বছরের ‘গেরো’ খুললো ৫ গোলে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here