গত ১লা সেপ্টেম্বর আসর বসে ‘জেএফএ অ-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১’ এর। টুর্ণামেন্টের ফাইনালে রাজশাহী জেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি ঘাড়ে তুলে মাগুরা জেলা। পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘বাফুফে ইউনিসেফ অ-১৬ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০-২১’। উক্ত দুই টুর্ণামেন্ট থেকে আঞ্চলিক ও চূড়ান্ত পর্ব হতে বাছাইকৃত ২৯ জন মহিলা ফুটবলার বাফুফে অধীনস্থ ‘অ-১৫ জাতীয় মহিলা ট্যালেন্টহান্ট’-এ উত্তীর্ণ হয়েছে।

উক্ত ২৯ জন মহিলা ফুটবলগণ হলেঃ

অর্পিতা বিশ্বাস,কশি বাড়ুই,জ্যোতি মন্ডল,সোনিয়া খাতুন,মিলি সমাদ্দার,মিম খাতুন,বৃষ্টি,পূজা রাণী দাস,সালমা আক্তার,জেসমিন আক্তার,আরিফা আক্তার,জয়নব বিবি,আয়েশা আক্তার, সৌরভী আক্তার প্রীতি,ফাতেমা,শ্রীমতী তৃষ্ণা রাণী,মহলা থুই মারমা, থিনু মারমা,মুঙ্কিআক্তার,লিভাআক্তার,কল্পনা,সুলতানা,মরিয়ম,তানজিলা আপরোজ হীরা,কিটিং ত্রিপুরা,ইতি খাতুন,শাহীনা খাতুন এবং সুমায়তা।

বাছাইকৃত ২৯ জন খেলোয়াড়দের নিয়ে আগামী ১০ ও ১১ অক্টোবর বাফুফে ভবনের পাশের টার্ফে ট্রায়াল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ট্রায়াল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে বাফুফের মতিঝিল ভবনে আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Previous articleদলকে উজ্জীবিত করার চেষ্টায় সালাউদ্দিন; ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী রহমত!
Next articleনেপাল ম্যাচে থাকছেন না ইয়াসিন আরাফাত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here