গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচ খেলে ১৮টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এছাড়া মৌসুম শুরুর দুই টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপেও আলো ছড়ান তিনি। তবে ইনজুরির কারণে গুরুত্বপূর্ন কয়েকটি ম্যাচে এই ফরোয়ার্ডের সার্ভিস পায়নি আবাহনী। তবে এবারের মৌসুমে ডরিয়েলটন যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। এছাড়া উইঙ্গার রাকিব হোসেন এবং ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাও যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। তবে বসে নেই আবাহনী ম্যানেজমেন্ট। আসছে মৌসুমের জন্য নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতে তারা দলে ভিড়িয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার নওরাহকে।

৩১ বছর বয়সী এই নাইজেরিয়ান ফরোয়ার্ড সবশেষ খেলেছেন জর্ডানের টপ টায়ারের ক্লাব আল ফায়সালি এসসিতে। এর আগে কাতারের টপ টায়ার, সৌদি আরবের টপ, টায়ার স্লোভাকিয়ার টপ টায়ার এবং সেকেন্ড টায়ার, ইসরায়েলের সেকেন্ড টায়ার, চেক প্রজাতন্ত্রের সেকেন্ড টায়ার এবং স্পেনের থার্ড টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো বালেয়ারসের হয়ে বিশ্ববিখ্যাত ফুটবল টুর্নামেন্ট ‘কোপা দেল রে’ তেও একটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলেও ডাক পেয়েছিলেন তিনি (তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি)।

আবাহনীর পাঁচ বিদেশী:

  • রাফায়েল আগুস্তো (ব্রাজিল)
  • ড্যানিয়ল কলিন্ড্রেস (কোস্টারিকা)
  • ইউসুফ মোহাম্মদ (সিরিয়া)
  • গেটার্সন আলভেস (ব্রাজিল)
  • পিটার নওরাহ (নাইজেরিয়া)
Previous articleআবাহনীতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গেটার্সন আলভেস!
Next articleস্বাধীনতা কাপের মূল পর্বে নৌবাহিনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here